Personality Test

নেতা না ভক্ত? কাজপাগল না ফাঁকিবাজ? খামখেয়ালি না পরিপাটি? আপনি কেমন প্রকৃতির, বলে দিতে পারে বুড়ো আঙুল

আমাদের বৃদ্ধাঙ্গুলি চরিত্রের নানা দিক সম্বন্ধে জানান দিতে পারে। শাস্ত্রমতে, ভিন্ন আকৃতির বৃদ্ধাঙ্গুলি চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০২৬ ১৬:১৪
thumb

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

শরীরের নানা অঙ্গ দেখে আমাদের চরিত্র সম্বন্ধে নানা গোপন তথ্য বলে দেওয়া যায়। সাহায্য করে জ্যোতিষশাস্ত্র। চোখ, কান, নাক থেকে শুরু করে হাত-পায়ের আঙুল, তালু প্রভৃতি আমাদের চরিত্রের নানা দিক সম্বন্ধে জানান দেয়। তবে সকলের পক্ষে তা জানা সম্ভব নয়। জ্যোতিষশাস্ত্রের গুরুত্বপূর্ণ ভাগ হস্তরেখাবিদ্যা সম্বন্ধে যাঁদের সম্যক ধারণা রয়েছে, কেবল তাঁরাই এই ব্যাপারে জানাতে পারেন। আমাদের বৃদ্ধাঙ্গুলি চরিত্রের নানা দিক সম্বন্ধে জানান দিতে পারে। শাস্ত্রমতে, ভিন্ন আকৃতির বৃদ্ধাঙ্গুলি চরিত্রের বিভিন্ন দিক তুলে ধরে। সেগুলি কী জেনে নিন।

Advertisement
  • যে সকল ব্যক্তির বুড়ো আঙুলের উপরি ভাগ, নিম্ন ভাগের তুলনায় বেশি বড় বা লম্বা হয়, তাঁরা যে কোনও কাজ নিঁখুত ভাবে করতে পছন্দ করেন। এঁদের কাছে কাজের চেয়ে বেশি জরুরি আর কিছু হয় না। এই ধরনের মানুষের সব কিছুতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে চান। নিয়মের বাইরে গিয়ে কোনও কিছু করা এঁদের পছন্দ নয়।
  • যাঁদের বৃদ্ধাঙ্গুলির উপরের অংশ নীচের অংশের তুলনায় ছোট, তাঁরা অত্যন্ত বিনয়ী প্রকৃতির হয়। অপরের প্রতি এঁরা অত্যন্ত সহমর্মী হয়ে থাকেন। কারও সঙ্গে কখনও খারাপ ব্যবহার করেন না। তবে এঁদের আত্মবিশ্বাস হয় প্রশংসনীয়। যে কাজ এঁরা করবেন বলে ভাবেন, সেই কাজ করে তবেই ক্ষান্ত হন।
  • বৃদ্ধাঙ্গুলির ঊর্ধ্ব এবং নিম্ন ভাগ যে সকল ব্যক্তির সমান হয়, তাঁরা জীবনে ভারসাম্য বজায় রেখে চলতে পছন্দ করেন। এঁরা একটু খামখেয়ালি প্রকৃতির হন। তাই এঁদের মেজাজের তল পাওয়া আশপাশের লোকেদের জন্য মুশকিল হয়ে যায়। তবে এই সকল ব্যক্তি দরকারে অপরের কথা শুনতে ও তাঁদের সাহায্য করতে পছন্দ করেন।
  • যাঁদের বৃদ্ধাঙ্গুলি নমনীয় প্রকৃতির হয়, তাঁরা খোলা মনের মানুষ হন। এঁরা যে কোনও পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে পারেন। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পছন্দ করেন। এঁদের মধ্যে মানুষের মন পড়ার ক্ষমতাও বর্তমান।
  • যে সকল ব্যক্তির বৃদ্ধাঙ্গুলি শক্ত হয়, তাঁরা একটু জেদি প্রকৃতির হয়ে থাকেন। এই সকল জাতক-জাতিকা অপরকে চালনা করতে পছন্দ করেন। এঁরা ক্ষমতার পিছনে ছুটে চলতে ভালবাসেন। এঁদের মধ্যে নেতৃত্বদানের খুব ভাল ক্ষমতা থাকে।
Advertisement
আরও পড়ুন