Astro Tips

ঘরের ভিতর থাকা মাকড়সার জাল আপনাকে জড়াতে পারে সমস্যার জালে! বাঁচার উপায় কী?

আমাদের বাড়িতে কিছু জিনিস যেমন শুভ শক্তির সঞ্চার ঘটায়, তেমনই কিছু জিনিস বাড়িতে থাকলে ঘনায় বিপদ। সেই রকমই একটি অশুভ জিনিস হল মাকড়সার জাল।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৫ ১৬:০৩
spider web

ছবি: মেটা এআই।

আমাদের বাড়িতে কী আছে না আছে তার উপর বাড়ির নেগেটিভ ও পজ়িটিভ শক্তির পরিমাণ অনেকটা নির্ভর করে। কিছু জিনিস যেমন বাড়িতে শুভ শক্তির সঞ্চার ঘটায়, তেমনই কিছু জিনিস বাড়িতে থাকলে ঘনায় বিপদ। নানা দিক থেকে সমস্যার সম্মুখীন হতে হয়। আর্থিক দিক দিয়ে সমস্যা পোহাতে হয়, একই সঙ্গে শারীরিক দিক দিয়েও ভুগতে হয়। সে রকমই একটি অশুভ জিনিস হল মাকড়সার জাল।

Advertisement

বাড়িতে মাকড়সার জাল থাকলে কী হয়?

  • মাকড়সার জাল বাড়ির এক কোনায় থাকলেও এর কুপ্রভাব বাড়ির সব জায়গায় ছড়িয়ে পড়ে। ফলে বাড়ির সকল সদস্যকে এর খারাপ ফলের ভাগীদার হতে হয়।
  • বাড়িতে মাকড়সার জাল থাকলে বাড়ির সদস্যদের মধ্যে ঝামেলা বেড়ে যায়। সকলের মেজাজ খিটখিটে থাকে, যে কোনও বিষয়ে চট করে মাথা গরম হয়ে যায়।
  • মাকড়সার জালের কুপ্রভাব পড়ে কর্মজীবনের উপরেও। কাজে মন বসে না। বার বার ভুল হওয়ার কারণে চাকরি নিয়ে টানাটানিও পড়তে পারে।
  • এ ফলে আর্থিক দিক দিয়েও অভাবের মুখে পড়তে হয়। টাকা আসলেও সেটি হাতে থাকে না। কোনও না কোনও ভাবে টাকাপয়সা খরচা হয়ে যায়।

বাড়িতে মাকড়সার জাল থাকলে কী করবেন?

বাড়িতে মাকড়সার জাল থেকে থাকলে সেটিকে তৎক্ষণাৎ পরিষ্কার করতে হবে। তবে মাকড়সাটিকে মেরে ফেলা যাবে না। জীবহত্যা করা কোনও ক্ষেত্রেই উচিত নয়, এতে ক্ষতি আরও বেড়ে যাবে। বদলে সেটিকে কোনও উপায়ে বাড়ির বাইরে বার করে দেওয়া যেতে পারে। তার পর মাকড়সার জালটিকে পুরোপুরি পরিষ্কার করে ফেলতে হবে। যাতে একটুও জাল কোথাও লেগে না থাকে সে দিকে নজর রাখতে হবে। পুনরায় মাকড়সার জাল হতে দেওয়া যাবে না। হলেও সেটিকে পরিষ্কার করে ফেলতে হবে।

Advertisement
আরও পড়ুন