Shivratri 2025

শিবরাত্রির ব্রত পালনের নিয়ম অনেক! সেগুলি সম্পর্কে খোঁজ দিলেন জ্যোতিষী

এই দিন শিবের পুজো করলে মোক্ষলাভ হয় বলে কথিত রয়েছে। এই পুজো মহিলা, পুরুষ সকলেই করতে পারেন। শিবরাত্রির পুজোর বিশেষ কিছু নিয়ম রয়েছে, যা অবশ্যই সঠিক ভাবে পালন করতে হবে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৩৩
shiv

—প্রতীকী ছবি।

আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার শিবরাত্রি। এই দিনটা অতি পবিত্র একটা দিন। হিন্দু শাস্ত্র মতে এই দিন শিব ও পার্বতী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তাই মনে করা হয় যে, এই দিন যদি শিব-পার্বতীর পুজো করা হয় তা হলে সংসারে শান্তি বজায় থাকবে। এ ছাড়া এই দিন শিবের পুজো করলে মোক্ষলাভ হয় বলেও কথিত রয়েছে। এই পুজো মহিলা, পুরুষ সকলেই করতে পারেন। শিবরাত্রির পুজোর বিশেষ কিছু নিয়ম রয়েছে যা অবশ্যই সঠিক ভাবে পালন করতে হবে।

Advertisement

দেখে নেব সেই নিয়মগুলো:

শিবরাত্রির আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হবে। কোনও প্রকার আমিষ আহার গ্রহণ করা যাবে না। তার পর শিবরাত্রির দিন থেকে পরের দিন সকাল পর্যন্ত উপবাস থেকে পুজো দেওয়ার নিয়ম রয়েছে। যাঁরা অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করেন তাঁরা শিবরাত্রির দিন থেকে পরের দিন পর্যন্ত যেমন উপবাস থাকেন, আবার ঠিক তেমনই সারা রাত না ঘুমিয়ে জেগে কাটান । চেষ্টা করুন এই দিন রাতে একেবারে না ঘুমিয়ে জেগে কাটাতে। পরের দিন পুজো করে প্রসাদ মুখে দিয়ে উপবাস ভঙ্গ করুন।

এই দিন রাত জেগে চার প্রহরে শিবের পুজো করতে হয়। প্রথম প্রহরে জল দিয়ে, দ্বিতীয় প্রহরে দই দিয়ে, তৃতীয় প্রহরে ঘি এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে শিবের অভিষেক করতে হয়। শিবরাত্রির দিন পুজো করার সময় শিবলিঙ্গে কাঁচা দুধ এবং গঙ্গাজল অবশ্যই অর্পণ করুন। এই পুজোয় অপরাজিতা, ধুতরো ফুল এবং বেলপাতা ব্যবহার করা আবশ্যক। পুজোর শেষে শিবের নাম ১০৮বার জপ করতে হবে।

পরের দিন পর্যন্ত উপবাস রাখতে না পারলে অথবা সারা রাত জেগে কাটাতে না পারলে শিবরাত্রির দিন সন্ধ্যা পর্যন্ত উপবাস থেকে পুজো দিয়ে, প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করা যেতে পারে। উপবাস ভঙ্গ করার পর ফল ও দুধ খেতে পারেন।

Advertisement
আরও পড়ুন