Bhadra Auspicious Days

এই বছর বিশ্বকর্মা পুজো কবে পড়েছে? অমাবস্যা ও পূর্ণিমা পালনের দিনগুলি কবে? ভাদ্রে বিয়ের কোনও দিন রয়েছে?

ভাদ্র মাসে নানা পুজো-উপচারের সঙ্গে বিশেষ কিছু বিয়ের দিনও রয়েছে। এই মাসে সাধারণত বিয়ে হয় না। তবে সুতহিবুকযোগে হাতেগোনা কয়েকটি দিনে বিয়ে করা সম্ভব।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ১৭ অগস্ট ২০২৫ ০৭:১২
puja

—প্রতীকী ছবি।

যে চান্দ্রমাসে সাধারণত পূর্বভাদ্রপদ নক্ষত্রে, অথবা সেটির অব্যবহিত পূর্ব বা পরের নক্ষত্রে পূর্ণিমার অন্ত হয়, সেই মাসকে ‘চান্দ্র ভাদ্র’ মাস বলে। সূর্যের সিংহ রাশিতে স্থিতিকালেই এটি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই কারণে সূর্যের সিংহ রাশিতে স্থিতিকালের সময়কে ‘সৌর ভাদ্র’ বলা হয়। এটি বঙ্গাব্দের পঞ্চম মাস। এই মাসে পার্বতীর কোল আলো করে প্রভু গণেশ এসেছিলেন। অন্য দিকে, বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণও এই মাসে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। ভাদ্র মাসে সাধারণত বিয়ে হয় না। তবে সুতহিবুকযোগে অতিরিক্ত বিয়ের বিশেষ কিছু দিন রয়েছে।

Advertisement

ভাদ্র মাসে অতিরিক্ত বিয়ের শুভ দিনক্ষণ:

১ ভাদ্র, ১৮ অগস্ট, সোমবার—

বিয়ে: রাত ৮টা ১৮ মিনিটের মধ্যে কুম্ভ ও মীন লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

৭ ভাদ্র, ২৪ অগস্ট, রবিবার—

বিয়ে: রাত ২টো ৩০ মিনিট গতে ৪ টে ৪৫ মিনিটের মধ্যে কর্কট লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

৮ ভাদ্র, ২৫ অগস্ট, সোমবার—

বিয়ে: রাত ১০টা ১১ মিনিটের মধ্যে কুম্ভ, মীন, মেষ লগ্নে বিয়ে। পুনরায়, রাত ১২টা ১২ মিনিট গতে ৩টে ৫০ মিনিটের মধ্যে মিথুন ও কর্কট লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

১১ ভাদ্র, ২৮ অগস্ট, বৃহস্পতিবার—

বিয়ে: রাত ১০ টা ২ মিনিটের মধ্যে কুম্ভ, মীন ও মেষ লগ্নে বিয়ে। পুনরায়, রাত ১টা ৪ মিনিট গতে ৪টে ২৯ মিনিটের মধ্যে মিথুন ও কর্কট লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

১৮ ভাদ্র, ৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার—

বিয়ে: রাত ৯টা ৩৫ মিনিটের মধ্যে কুম্ভ, মীন ও মেষ লগ্নে। পুনরায়, রাত ১টা ৪ মিনিট গতে ৪টে ২ মিনিটের মধ্যে মিথুন ও কর্কট লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

১৯ ভাদ্র, ৫ সেপ্টেম্বর, শুক্রবার—

বিয়ে: রাত ৮টা ৪৩ মিনিটের মধ্যে কুম্ভ, মীন ও মেষ লগ্নে। পুনরায়, রাত ১১টা ৩২ মিনিট গতে ৩টে ৫৮ মিনিটের মধ্যে মিথুন ও কর্কট লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

২৩ ভাদ্র, ৯ সেপ্টেম্বর, মঙ্গলবার—

বিয়ে: রাত ১১টা ১৩ মিনিট গতে ৩টে ৪২ মিনিটের মধ্যে মিথুন ও কর্কট লগ্নে সুতহিবুকযোগে।

২৮ ভাদ্র, ১৪ সেপ্টেম্বর, রবিবার—

বিয়ে: রাত ৮টা ৫৬ মিনিটের মধ্যে কুম্ভ, মীন ও মেষ লগ্নে বিয়ে। পুনরায়, রাত ১০টা ৫৪ মিনিট গতে ১টা ১ মিনিটের মধ্যে মিথুন লগ্নে সুতহিবুকযোগে বিয়ে।

ভাদ্র মাসের পুজো-উপাচার:

অজা একাদশী:

২ ভাদ্র, ১৯ অগস্ট, মঙ্গলবার।

একাদশী তিথি আরম্ভ—

১ ভাদ্র, ১৮ অগস্ট, সোমবার, বিকেল ৫টা ২৪ মিনিট।

একাদশী তিথি শেষ—

২ ভাদ্র, ১৯ অগস্ট, মঙ্গলবার, দুপুর ৩টে ৩৩ মিনিট।

অমাবস্যার নিশি পালন:

৫ ভাদ্র, ২২ অগস্ট, শুক্রবার।

অমাবস্যা তিথি আরম্ভ—

৫ ভাদ্র, ২২ অগস্ট, শুক্রবার, সকাল ১১টা ৫৮ মিনিট।

অমাবস্যা তিথি শেষ—

৬ ভাদ্র, ২৩ অগস্ট, শনিবার, সকাল ১১টা ৩৭ মিনিট।

সৌভাগ্য চতুর্থী, গণেশ পূজা:

১০ ভাদ্র, ২৭ অগস্ট, বুধবার।

চতুর্থী তিথি আরম্ভ—

৯ ভাদ্র, ২৬ অগস্ট, মঙ্গলবার দুপুর ১টা ৫৬ মিনিট।

চতুর্থী তিথি শেষ—

১০ ভাদ্র, ২৭ অগস্ট, বুধবার, দুপুর ৩টে ৪৫ মিনিট।

নাগপঞ্চমী:

১১ ভাদ্র, ২৮ অগস্ট, বৃহস্পতিবার।

পঞ্চমী তিথি আরম্ভ—

১০ ভাদ্র, ২৭ অগস্ট, বুধবার, দুপুর ৩টে ৪৬ মিনিট।

পঞ্চমী তিথি শেষ—

১১ ভাদ্র, ২৮ অগস্ট, বৃহস্পতিবার, বিকেল ৫টা ৫৭ মিনিট।

মন্থান ষষ্ঠী:

১২ ভাদ্র, ২৯ অগস্ট, শুক্রবার।

ষষ্ঠী তিথি আরম্ভ—

১১ ভাদ্র, ২৮ অগস্ট, বৃহস্পতিবার, বিকেল ৫টা ৫৮ মিনিট।

ষষ্ঠী তিথি শেষ—

১২ ভাদ্র, ২৯ অগস্ট, শুক্রবার, রাত ৮টা ২২ মিনিট।

শ্রীশ্রী রাধাষ্টমী:

১৪ ভাদ্র, ৩১ অগস্ট, রবিবার।

অষ্টমী তিথি আরম্ভ—

১৩ ভাদ্র, ৩০ অগস্ট, শনিবার, রাত ১০টা ৪৮ মিনিট।

অষ্টমী তিথি শেষ—

১৪ ভাদ্র, ৩১ অগস্ট, রবিবার, রাত ১২টা ৫৮ মিনিট।

পদ্মা বা পার্শ্ব পরিবর্তনী একাদশী:

১৭ ভাদ্র, ৩ সেপ্টেম্বর, বুধবার।

একাদশী তিথি আরম্ভ—

১৬ ভাদ্র, ২ সেপ্টেম্বর, মঙ্গলবার, রাত ৩টে ৫৪ মিনিট।

একাদশী তিথি শেষ—

১৭ ভাদ্র, ৩ সেপ্টেম্বর, বুধবার, রাত ৪টে ২২ মিনিট।

পূর্ণিমা:

২১ ভাদ্র, ৭ সেপ্টেম্বর, রবিবার।

পূর্ণিমা তিথি আরম্ভ—

২০ ভাদ্র, ৬ সেপ্টেম্বর, শনিবার, রাত ১টা ৪৩ মিনিট।

পূর্ণিমা তিথি শেষ—

২১ ভাদ্র, ৭ সেপ্টেম্বর, রবিবার, রাত ১১টা ৩৯ মিনিট।

নাগপঞ্চমী:

২৬ ভাদ্র, ১২ সেপ্টেম্বর, শুক্রবার।

পঞ্চমী তিথি আরম্ভ—

২৫ ভাদ্র, ১১ সেপ্টেম্বর,বৃহস্পতিবার, দুপুর ১২টা ৪৭ মিনিট।

পঞ্চমী তিথি শেষ—

২৬ ভাদ্র, ১২ সেপ্টেম্বর, শুক্রবার, সকাল ৯টা ৫৯ মিনিট।

বিশ্বকর্মা পূজা:

৩১ ভাদ্র, ১৭ সেপ্টেম্বর, বুধবার।

Advertisement
আরও পড়ুন