Nazar Dosh Impact and Remedy

নির্দিষ্ট কিছু তারিখে জন্মানো ব্যক্তিরা চলতি বছরে পড়তে পারেন বিষনজরের ফাঁদে! সুরক্ষিত থাকতে কী করবেন?

শাস্ত্র জানাচ্ছে, ২০২৬-এ বিশেষ কিছু তারিখে জন্মানো জাতক-জাতিকারা বাকিদের তুলনায় বেশি পরিমাণে কুনজরের কবলে পড়তে পারেন। তালিকায় কারা আছেন দেখে নিন। প্রতিকার কী সেটাও জেনে নিন।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ১৫:৩৬
astro

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

নজরদোষ মারাত্মক খারাপ জিনিস। যাঁরা কুনজরের কবলে পড়েন, তাঁরাই জানেন এর প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে। সাজানো জীবন তছনছ করতে বিশেষ সময় নেয় না নজরদোষ। হওয়া কাজও নজরদোষের প্রভাবে ভেস্তে যায়। কার মনে কী চলছে সেটা আমরা চট করে বুঝতে পারি না। তাই কখন আমরা কারও কুনজরের কবলে পড়ে যাই সেটিও টের পাওয়া সম্ভব হয়ে ওঠে না। শাস্ত্রমতে, বিশেষ কিছু রাশি রয়েছে যাদের উপর সহজে খারাপ নজরের প্রভাব বিস্তার করা যায় না। তেমনই বিশেষ কিছু রাশি বা জন্মতারিখের ব্যক্তিরা রয়েছেন যাঁরা সহজেই কুনজরের কবলে পড়ে যান। শাস্ত্র জানাচ্ছে, ২০২৬-এ বিশেষ কিছু তারিখে জন্মানো জাতক-জাতিকারা বাকিদের তুলনায় বেশি পরিমাণে কুনজরের কবলে পড়তে পারেন। তালিকায় কোন কোন জন্মতারিখের ব্যক্তিদের কথা বলা হয়েছে দেখে নিন এবং প্রতিকার কী সেটাও জেনে নিন।

Advertisement

২০২৬-এ কারা নজরদোষের কবলে পড়তে পারেন?

৫: ৫ তারিখে জন্মানো ব্যক্তিদের এই বছর একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কুনজরের কবলে পড়ার আশঙ্কা রয়েছে। এই তারিখে জন্মানো ব্যক্তিদের কুনজরের কারণে সম্পর্কক্ষেত্রে নানা সমস্যা সৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে।

৭: যে সকল জাতক-জাতিকার জন্মতারিখ ৭, তাঁরাও এই বছর নজরদোষের সমস্যায় পড়তে পারেন। এর ফলে আপনাদের নানা ক্ষেত্রে প্রতারণার শিকার হতে হবে বলে মনে করা হচ্ছে। নিজের কোনও পরিকল্পনা বা ভাল খবর অপরের সঙ্গে ভাগ করার আগে বুঝেশুনে কথা বলবেন। যে কোনও মানুষকে বিশ্বাস করে বসবেন না।

১১: ১১ তারিখে জন্মানো জাতক-জাতিকারা এই বছর নজরদোষের শিকার হতে পারেন। এর ফলে আপনাদের কর্মক্ষেত্রে নানা সমস্যা সৃষ্টির আশঙ্কা দেখা যাচ্ছে। সহকর্মীদের সঙ্গে বুঝেশুনে মিশতে হবে। না হলে জটিল কোনও সমস্যায় পড়তে পারেন।

১৫: যাঁদের জন্মদিন ১৫, তাঁরাও এই বছর কুনজরের কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন। দুর্ঘটনার কবলে পড়ার প্রবল আশঙ্কা দেখা যাচ্ছে। রাস্তাঘাটে বুঝেশুনে চলাফেরা করুন। এ ছাড়া নিজের কোনও গুরুত্বপূর্ণ বিষয় বা পরিকল্পনা অপরের সঙ্গে ভাগ করে নেবেন না।

১৯: ১৯ তারিখে জন্মানো জাতক-জাতিকারাও এই বছর নজরদোষের কবলে পড়তে পারেন। রাস্তাঘাটে চলাফেরা করার সময় চোখকান খোলা রেখে চলুন। বিশেষ করে গাড়ি চালানোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করন। সকলের সঙ্গে খোলামেলা ভাবে মিশবেন না।

২১: যে সকল জাতক-জাতিকার জন্মতারিখ ২১, তাঁরা এই বছর সকলের সঙ্গে মেশার ব্যাপারে একটু বুঝেশুনে কথা বলা ভাল হবে। জোরে গাড়ি চালানো এড়িয়ে চলতে হবে। আপনাদের উপর প্রবল কুনজর পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে। তাই সতর্কতা অবলম্বন করা জরুরি।

২৭: ২৭ তারিখে জন্মানো ব্যক্তিদের উপরও কুনজর পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে। নানা দিক থেকে সমস্যা সৃষ্টি হতে পারে। নিজের কোনও পরিকল্পনা বা গুরুত্বপূর্ণ বিষয় অপরের সঙ্গে ভাগ করে নেবেন না। তা হলে হয়ে আসা কাজ ভেস্তে যেতে পারে। দুঃসময় পিছু ছাড়বে না।

প্রতিকার:

কার মনে কী চলে বোঝা যায় না। তাই কখন কে আপনার দিকে বিষনজর বর্ষায় সেটিও বুঝে ওঠা যায় না। তাই এই বছর নিজের সঙ্গে সব সময় তিনটি গোলমরিচ ও দুটো এলাচ রেখে দেবেন। যে কোনও জায়গায় সেগুলি সঙ্গে নিয়ে যাবেন। নজরদোষের কবল থেকে কিছুটা হলেও রেহাই মিলবে।

Advertisement
আরও পড়ুন