Astrological Remedies

অর্থকষ্ট হোক বা শত্রুভয়, যে কোনও জটিল সমস্যারই সহজ সমাধান সম্ভব, খোঁজ দিলেন জ্যোতিষী

ছোটখাটো হোক বা বড়, আমাদের জীবনের যে কোনও সমস্যার সমাধান করার জন্যই রয়েছে জ্যোতিষশাস্ত্র। জীবনের কিছু সমস্যার সমাধান দেওয়া হল কিছু উপায়ের মাধ্যমে।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১০:৫৯

—প্রতীকী ছবি।

আমাদের সকলের জীবনেই রয়েছে নানা প্রকারের সমস্যা। বেঁচে থাকতে গেলে সমস্যা থেকে পালিয়ে না গিয়ে, যে কোনও সমস্যার সঠিক সমাধান খোঁজার চেষ্টা করতে হয়। ছোটখাটো হোক বা বড়, আমাদের জীবনের যে কোনও সমস্যার সমাধান করার জন্যই রয়েছে জ্যোতিষশাস্ত্র। জীবনের কিছু সমস্যার সমাধান দেওয়া হল কিছু উপায়ের মাধ্যমে।

Advertisement

নানা সমস্যা ও তাদের কার্যকরী সমাধান:

১) অনেকেই কাজ থেকে বাড়ি ফিরে স্নান করেন। দিনশেষে স্নান করার সময় স্নানের জলে একটু নুন মিশিয়ে স্নান করতে পারলে খুব ভাল ফল পাওয়া যায়। সারা দিন আপনি যা যা নেগেটিভ শক্তির সংস্পর্শে এসেছেন, নুনজলে স্নান করার ফলে সেগুলি থেকে মুক্তি পাবেন।

২) শনিদেবের দোষ থেকে মুক্তি পেতে একটা কাঁসার বাটিতে কিছুটা সর্ষের তেল আর একটা কয়েন নিয়ে তাতে নিজের প্রতিচ্ছবি দেখুন। তার পর যে কোনও শনি মন্দিরে গিয়ে সেটিকে রেখে আসুন।

৩) যে কোনও সমস্যা থেকে দ্রুত মুক্তি পেতে, যে কোনও শনিবার বা মঙ্গলবার একটা গোটা নারকেল নিজের মাথার চারিপাশে ৩১ বার ঘুরিয়ে তার পর তা আগুনে পুড়িয়ে ফেলুন। এ ছাড়া বাড়িতে কোনও অসুস্থ মানুষ থাকলে তাঁর জন্যও এই উপচার খুব কার্যকরী।

৪) যদি জীবনে খুবই সঙ্কট এসে পড়ে, তা হলে পঞ্চমুখী হনুমানজির পুজো করতে হবে। প্রতি মঙ্গলবার সন্ধ্যাবেলা ঘিয়ের প্রদীপ পঞ্চমুখী হনুমান মন্দিরে জ্বালতে হবে এবং হনুমান চালিশা পাঠ করতে হবে। এর ফলে হনুমানজির কৃপায় অর্থকষ্ট ও শত্রুভয় থেকে মুক্তি পাওয়া যাবে।

৫) জ্যোতিষশাস্ত্র মতে, জীবনে যদি দুঃখকষ্ট লেগেই থাকে, তা হলে প্রত্যেক দিন স্নানের জলে সামান্য হলুদ মিশিয়ে স্নান করতে হবে। এর ফলে বৃহস্পতির কৃপা লাভ করা যাবে।

Advertisement
আরও পড়ুন