Vastu Tips

অজান্তেই শত্রুর কুনজরের কালো ছায়া পড়েছে সংসারে? ধুনোর সঙ্গে ‘জাদুকরি’ কি‌ছু জিনিস মেশালেই কাটবে অশুভ প্রভাব

দেবতাদের অত্যন্ত প্রিয় একটি জিনিস হল ধুনো। ঠাকুরের সিংহাসনের সামনে ধুনো জ্বালালে বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ১১:০৬
Remedies to Remove Negative Energies

—প্রতীকী ছবি।

সুখের সংসারে কুনজর পড়লে বিঘ্নিত হয় শান্তি। অশান্তি, ঝামেলা যেন পিছু ছাড়তে চায় না। শত্রুর অশুভ নজর যেমন মানসিক শান্তির উপর প্রভাব ফেলে তেমনই ডেকে আনে আর্থিক ক্ষতিও। সব দিক থেকেই ঘিরে ধরে দুর্দশা। ক্ষতির মুখেও পড়তে হয়। শত্রুর কুনজর কাটাতে প্রতি দিন সন্ধ্যায় একটি টোটকা পালন করতে পারলে সমস্যা অনেকটাই দূর করা সম্ভব। কিছু সহজ বাস্তু টোটকাই পারে সংসার থেকে কুনজর দূর করতে।

Advertisement

আমরা প্রতি দিনই সন্ধ্যাবেলা বাড়িতে ধূপ-ধুনো জ্বালাই। দেবতাদের অত্যন্ত প্রিয় একটি জিনিস হল ধুনো। ঠাকুরের সিংহাসনের সামনে ধুনো জ্বালালে বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। সেই ধুনো দিয়েই কুনজর তাড়ানোর উপায় রয়েছে জ্যোতিষশাস্ত্রে বর্ণিত কিছু টোটকায়। প্রতি দিন জ্বালানো ধুনোর মধ্যে সাধারণ কয়েকটি জিনিস দিয়ে দিলেই ফল মিলবে।

  • অনেকেই বাড়িতে গণেশের মূর্তির সামনে কর্পূর জ্বালান। সেই কর্পূর ধুনোর মধ্যে দিয়ে দিলে নেতিবাচক শক্তি দূর করা সম্ভব হবে। ধুনো দেওয়ার সময় তার মধ্যে অল্প পরিমাণে কর্পূর দিয়ে দিন।
  • কুনজর লাগলে সর্ষে পোড়ানোর চল রয়েছে হিন্দু ধর্মের অনুসারীদের মধ্যে। সনাতন বিশ্বাস মতে, সর্ষে নজরদোষ কাটাতে সাহায্য করে। প্রতি মঙ্গলবার এবং শনিবার ধুনো জ্বালানোর সময় কিছুটা সাদা সর্ষে ধুনোর আগুনের উপর দিয়ে জ্বালুন।
  • নিমের উপকারিতা বলে শেষ করা যায় না। প্রাকৃতিক জীবাণুনাশক এই উপাদানটি কুনজর দূর করতেও ফলদায়ী। বাস্তুশাস্ত্রে নিমপাতাকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধুনো জ্বালানোর সময় সন্ধ্যাবেলা তাতে কয়েকটি নিমপাতা দিয়ে তার পর ধুনো দিতে হবে।
  • সংসার থেকে নেতিবাচক শক্তি দূর করতে ধুনোর মধ্যে তুষ দিয়ে জ্বালানো যেতে পারে। শত্রুর নজর পড়়লে তা বাড়িঘর থেকে দূর করার উপায় হল এই সামান্য উপকরণটি। শস্যের তুষ বা চালের খোসা ব্যবহার করলে তা অশুভ শক্তিকে টেনে নেয় বলে বাস্তুশাস্ত্রে মনে করা হয়।
Advertisement
আরও পড়ুন