Most Trustworthy Zodiac Signs

কষ্টিপাথরে যাচাই করা সোনার মতো বিশ্বস্ত এই তিন রাশি, মুখমিষ্টি না হওয়ার জন্য জোটে অহঙ্কারী অপবাদ!

তিন রাশির জাতক-জাতিকারা তাঁদের ঘনিষ্ঠ বৃত্তের মানুষজনের প্রতি এতটাই সৎ থাকেন যে সামান্যতম আঘাত পেলেও তাঁরা সম্পর্কচ্ছেদ করে দিতে দু’বার ভাবেন না

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ১৮:৪০
The most three loyal zodiac signs in relationships

—প্রতীকী ছবি।

সঙ্গী বা বন্ধু সব সময়ই বিশ্বস্ত থাকুক— প্রেম, বিবাহ বা বন্ধুত্বে এই দাবি থাকে সকলেরই। যে কোনও সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সততা। সৎ ব্যক্তিদের সম্পর্ক মজবুত থাকে। জ্যোতিষশাস্ত্রে তিন রাশিকে সবচেয়ে সৎ বলে মনে করা হয়। যে কোনও সম্পর্কে সৎ থাকার ক্ষেত্রে এঁদের জুড়ি মেলা ভার। অথচ এঁদের এই গুণকেই সবচেয়ে বেশি ভুল বুঝে থাকেন তাঁদের প্রিয়জনেরা। এমনকি এই তিন রাশির জাতক-জাতিকাদের নিয়ে ভুল ধারণা পোষণ করে গোটা দুনিয়াই।

Advertisement

মেষ, বৃশ্চিক ও সিংহ। এই তিন রাশির জাতক-জাতিকারা তাঁদের ঘনিষ্ঠ বৃত্তের মানুষজনের প্রতি এতটাই সৎ থাকেন যে সামান্যতম আঘাত পেলেও তাঁরা সম্পর্কচ্ছেদ করে দিতে দু’বার ভাবেন না। আর তার জন্য তাঁদের ঘাড়ে এসে পড়ে অহঙ্কারী হওয়ার অপবাদ।

রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক-জাতিকারা তাঁদের কাছের মানুষদের প্রতি খুবই যত্নবান হন । সত্য যতই কঠিন হোক না কেন ঘনিষ্ঠ সম্পর্কের ব্যক্তির কাছ থেকে কিছু গোপন করতে ভালবাসেন না। সেই সত্য অনেক সময় তিক্ত হয়। সেই কারণে এই রাশির জাতকদের দাম্ভিক বলে মনে করে বসেন প্রিয়জনেরাও।

সিংহ রাশির জাতক-জাতিকারাও একই অপবাদের শিকার হন। এই রাশির জাতকেরা কখনও ইচ্ছাকৃত ভাবে অন্যের অনুভূতিতে আঘাত করতে চান না। একই সঙ্গে তাঁরা মিথ্যা প্রশংসাও করতে পারেন না। সিংহ রাশির জাতকেরা বিশ্বাস করেন কাছের মানুষের মনভোলানোর জন্য ছদ্ম প্রশংসা করার প্রয়োজন হয় না। এই জাতক-জাতিকারা যেটা অনুভব করেন ঠিক সেই মনোভাবই প্রকাশ করেন।

বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা তাঁদের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত আবেগপ্রবণ হন। চট করে বা সহজে তাঁদের বিশ্বাস অর্জন করা যায় না। কিন্তু এক বার যদি তাঁরা কাউকে নিজের ঘনিষ্ঠ বৃত্তে স্থান দেন তবে সেই সম্পর্কের ক্ষেত্রে অটল থাকেন। এঁরা মিষ্টি কথা বলতে জানেন না। তাঁরা মনে করেন যে মিথ্যা প্রায়শই সম্পর্ক নষ্ট করে, তাই সৎ থাকাই ভাল। এঁরা প্রচণ্ড আবেগপ্রবণ হন। অতিরিক্ত আবেগের ফলে অনেক সময়ই কাছের মানুষের ভুল ধারণার শিকার হন এই জাতক-জাতিকারা।

Advertisement
আরও পড়ুন