Spendthrift Zodiac Signs

‘টাকা হাতের ময়লা’ মন্ত্রে বিশ্বাসী চার রাশি, আয়ের চিন্তা না করে শখপূরণে পকেট ফাঁকা করতে দু’বার ভাবেন না যাঁরা

যা ইচ্ছা তা-ই কেনেন, সে জিনিসের দামের তোয়াক্কা করেন না। বাকি পাঁচজন সাধারণ মানুষের থেকে নির্দিষ্ট এই চার রাশির জাতক-জাতিকারা একটু বেশিই খরচ করেন। তালিকায় কারা?

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৮ জুলাই ২০২৫ ১৮:২৪

—প্রতীকী ছবি।

কমবেশি সব মানুষেরই নানা রকমের শখ থাকে। আর সেই শখ পূরণ করতে লাগে টাকা। কেউ কেউ টাকা খরচা করার ব্যাপারে একটু আগুপিছু ভাবলেও, অনেকেই আছেন যাঁরা টাকা ওড়ানোর ব্যাপারে এক বারের বেশি দু’বার ভাবেন না। শাস্ত্রমতে, রাশিচক্রের চারটি রাশির ব্যক্তিরা ভুলভাল জিনিসে টাকা ওড়াতে অন্যদের তুলনায় একটু বেশিই ভালবাসেন। আয়ের থেকে বেশি ব্যয় করার ব্যাপারে এঁদের জুড়ি মেলা ভার।

Advertisement

কোন রাশির ব্যক্তিরা বেশি খরচ করেন?

সিংহ: সিংহ রাশির জাতক-জাতিকারা বিলাসবহুল জীবন কাটাতে পছন্দ করেন। ফলত দামি জিনিসের প্রতি তাঁদের ঝোঁক বেশি হয়। এই কারণে এঁদের খরচার পরিমাণও বেশি হয়। ব্যয়বহুল জিনিস কেনার জন্য খরচা করার ব্যাপারে এঁরা কখনও দ্বিতীয় বারের জন্য চিন্তা করেন না। হাতে টাকা আসলেই এঁরা নতুন কী কেনা যায় সেটা নিয়ে ভাবতে বসেন।

তুলা: সাধারণ মানুষের কাছে যেগুলো ভুলভাল খরচ মনে হয়, তুলা রাশি ব্যক্তিরা সেই প্রকার খরচগুলো করতেই বেশি পছন্দ করেন। যে কোনও জিনিস পছন্দ হলেই তাঁরা কিনে ফেলেন। দামের তোয়াক্কা করেন না। এই কারণে এঁদের ব্যয় মাঝেমাঝে আয়ের তুলনায় বেশি হয়ে যায়। সুস্বাদু খাবার ও সূক্ষ্ম ঘর সাজানোর সামগ্রীর জন্যও এঁরা অনেক টাকা খরচ করেন।

ধনু: এই রাশির ব্যক্তিরা স্বাধীন ভাবে জীবন যাপন করতে ভালবাসেন। নিজেদের যা মন চায় তা-ই করেন। সে ক্ষেত্রে যত টাকা খরচই হোক না কেন, মনের বিপরীতে গিয়ে কোনও কিছু করতে বা কিছু কেনা থেকে বিরত থাকতে ধনু রাশির জাতক-জাতিকারা পছন্দ করেন না। এই রাশির ব্যক্তিরা রোমাঞ্চপ্রেমী হন। পয়সা খরচ করে নানান জায়গায় ঘুরতে যেতেও খুব পছন্দ করেন এঁরা।

মীন: মীন রাশির ব্যক্তিদের বাস্তবের থেকে কল্পনার জগতের প্রতি ঝোঁক বেশি হয়। তাঁরা তাঁদের আশপাশের পরিবেশটিকেও সেই রকম করে সাজিয়ে রাখতে বিশ্বাসী হন। সেই কারণে ঘর সাজাতে তাঁরা প্রচুর খরচ করে থাকেন। এ ছাড়া দামি জামাকাপড়, জুতো প্রভৃতি পরতে এঁরা ভালবাসেন। সেগুলির জন্যও তাঁরা প্রচুর অর্থ খরচ করে থাকেন।

Advertisement
আরও পড়ুন