—প্রতীকী ছবি।
শনিদেবের নাম শুনলেই বেশির ভাগ মানুষ আঁতকে ওঠেন। আমাদের মধ্যে তাঁকে ঘিরে নানা ভয়াল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন যে শনিদেব কেবল খারাপ ফলই দেন। কিন্তু ব্যাপারটা সে রকম নয়। শনিদেবের কুপ্রভাব যতটা মারাত্মক হয়, তাঁর আশীর্বাদও হয় ততটাই ফলদায়ী। তিনি কর্ম বুঝে ফল দেন। যিনি খারাপ কাজ করেন, তাঁর সঙ্গে শনিদেবও খারাপই করে থাকেন। তবে সৎ পথে চললে, মা-বাবা ও বয়োজ্যষ্ঠদের খেয়াল রাখলে, অন্যায় না করলে শনিদেব দু’হাত ভরে আশীর্বাদ করেন। ২০২৬-এ এত দিন ধরে করে আসা পরিশ্রমের ফল পেতে চলেছেন তিন রাশির ব্যক্তিরা। শনিদেব এঁদের সহায় হবেন। জীবনের সব দুঃখ কেড়ে নিয়ে তাঁদের জন্য সুখের চাদর বিছিয়ে দেবেন স্বয়ং শনিদেব। তালিকায় কোন রাশিগুলি রয়েছে দেখে নিন।
কারা ২০২৬-এ শনিদেবের কৃপা পেতে পারেন?
মিথুন: তালিকায় শীর্ষে রয়েছে মিথুন। মিথুন জাতক-জাতিকারা তাঁদের কঠোর পরিশ্রমের ফল এই বছর পেতে পারেন বলে মনে করা হচ্ছে। যদিও শনির নজর এঁদের কর্মক্ষেত্রের উপর থাকায় বছরের শুরুর দিকে খারাপ ফল পাওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু মিথুন জাতক-জাতিকারা যদি নিজেদের পরিশ্রম বজায় রেখে চলেন, তা হলে ফল পাবেন। মনের মতো চাকরি পাওয়ারও সম্ভাবনা রয়েছে। তবে ধৈর্য হারালে চলবে না। ফলের আশা না করেই কর্ম করে যেতে হবে।
তুলা: তুলা রাশির জাতক-জাতিকারাও নতুন বছরে শনিদেবের কৃপায় তাঁদের উপযুক্ত কর্মফল পেতে পারেন। সৎ পথে জীবন যাপন করা আবশ্যিক। জীবনে ভারসাম্য রক্ষা করতে গিয়ে অন্যায়ের পথ বেছে নিলে চলবে না। ন্যায় ও পরিশ্রম দ্বারাই শনিদেবের আশীর্বাদ লাভ করা যায়। সেটা মানলে এত দিন ধরে তুলা জাতক-জাতিকারা যেটি পাওয়ার আশায় লড়ে চলেছেন, সেটা পেয়ে যেতে পারেন।
মকর: শনিদেবের রাশি মকর। এই রাশির যে সকল জাতক-জাতিকা নিয়ম-নিষ্ঠার সঙ্গে জীবন কাটান, শনিদেব সাধারণ ভাবেই তাঁদের সহায় হন। ২০২৬-এ ফলের আশা না রেখে কঠোর পরিশ্রম করে চললে মকর জাতক-জাতিকারা খুব ভাল ফল লাভ করতে পারেন বলে মনে করা হচ্ছে। তবে নিয়মের বাইরে বেরিয়ে কোনও কাজ করলে হবে না। অন্যায়কে সায় দিলে শনিদেব মুখ ফিরিয়ে নেবেন।