Ketu Impact 2026

ব্যবসায় ক্ষতি, সম্পর্কে টানাপড়েন! ২০২৬-এ কেতুর কবলে তিন রাশি, সচেতন না হলে হতে পারে বড় ক্ষতি

২০২৬-এ অন্যান্য গ্রহের মতো কেতুও বহু বার নিজের স্থান পরিবর্তন করবে। এর প্রভাবে সকলের জীবনেই নানা পরিবর্তন দেখা দেবে। তিন রাশি নতুন বছরে কেতুর দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে বলে মনে করা হচ্ছে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ০৭:০৭
ketu

—প্রতীকী ছবি।

জ্যোতিষশাস্ত্রের অন্যতম অশুভ গ্রহ কেতু। এটি একটি গাণিতিক বিন্দু বা নোড। কেতু ছায়াগ্রহ নামেও পরিচিত। তবে এর প্রভাব জীবন ছারখার করতে সক্ষম। শারীরিক দিক দিয়ে কেতুর কোনও উপস্থিতি নেই। জ্যোর্তিবিজ্ঞানেও এই গ্রহের উল্লেখ পাওয়া যায় না বললে ভুল বলা হবে না। তবে জ্যোতিষশাস্ত্রে কেতুর প্রভাব মারাত্মক। ২০২৬-এ অন্যান্য গ্রহের মতো কেতুও বহু বার নিজের স্থান পরিবর্তন করবে। এর প্রভাবে সকলের জীবনেই নানা পরিবর্তন দেখা দেবে। তিন রাশি ২০২৬-এ কেতুর দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত হতে পারে বলে মনে করা হচ্ছে। তালিকায় কোন তিন রাশি রয়েছে দেখে নিন।

Advertisement

কোন তিন রাশি ২০২৬-এ কেতুর দ্বারা প্রভাবিত হবে?

মেষ: কেতুর প্রভাব থাকবে মেষের জাতক-জাতিকাদের উপর। যদিও কেবল যে খারাপ ফল পাবেন তা নয়। আয় সংক্রান্ত কোনও সমস্যা দেখা দেবে না। বরং পরিশ্রম ও বুদ্ধি দিয়ে কাজ করতে পারলে ভাল আয় হতে পারে। তবে মানসিক দিক দিয়ে বিচলিত থাকার আশঙ্কা দেখা যাচ্ছে। তার প্রভাব প্রেমের সম্পর্কে পড়বে। সঙ্গীর সঙ্গে ছোটখাটো বিষয়ে ঝামেলা হতে পারে। রাগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। তা হলে সমস্যা থেকে অনেকটা মুক্তি পাবেন।

বৃষ: ২০২৬-এ বৃষ রাশির ব্যক্তিদের উপরও কেতুর প্রভাব থাকবে। মাথা ঠান্ডা রেখে না চললে সমস্যা আরও বাড়তে পারে। জীবন পরিকল্পনামাফিক না চলার আশঙ্কা দেখা যাচ্ছে। তবে এতে ঘাবড়ানোর কিছু নেই। ধৈর্য ধরে পরিশ্রম করে গেলে ফল ঠিকই পাবেন। সম্পর্কের ক্ষেত্রে সচেতন থাকতে হবে। সঙ্গীর সঙ্গে খারাপ আচরণ করলে সম্পর্ক বিচ্ছেদ পর্যন্ত গড়াতে পারে। বিনিয়োগ করার ইচ্ছা থাকলে ভেবেচিন্তে পা বাড়ানোই বুদ্ধির কাজ হবে।

কন্যা: কেতুর প্রভাবে নতুন বছরে কন্যা রাশির ব্যক্তিদের জীবনে পুরনো অশান্তি ফিরে আসতে পারে। সেগুলিকে গুরুত্ব না দেওয়াই ভাল হবে। আইনি সমস্যায় জড়িয়ে পড়ার আশঙ্কা দেখা যাচ্ছে। চোখ-কান খোলা রেখে চলুন। ব্যবসার ক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হতে হবে বলে মনে করা হচ্ছে। তবে ভয় পাওয়ার কিছু নেই। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে বিশেষ ক্ষতি হবে না।

Advertisement
আরও পড়ুন