Astro Tips

বাড়িতে ভুল ভাবে তুলসীগাছ রাখলে হিতে বিপরীত হতে পারে! শুভ গাছকে অশুভ শক্তিতে বদলে দেয় পাঁচ জিনিস

বাড়িতে তুলসীগাছ রাখার ব্যাপারে ভুল হলে ঘোর অমঙ্গল হয়ে যেতে পারে বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। এমন কিছু জিনিস রয়েছে যা তুলসীগাছের কাছে রাখা যায় না।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪১
tulsi mancha

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

হিন্দুধর্মে তুলসীর মাহাত্ম্য বিশেষ। তুলসীগাছ হোক বা তুলসীপাতা, দুই-ই আমাদের নানা কাজে লাগে। স্বাস্থ্যের মান ভাল রাখা থেকে পুজোআচ্চার কাজ— সবেতেই তুলসীর গুরুত্ব প্রভূত। বাড়িতে তুলসীগাছ রাখার গুণও অনেক। শাস্ত্রমতে, তুলসী হল বিষ্ণুরই রূপ। তাই সকল হিন্দু বাড়িতেই তুলসীগাছ রাখার নিদান দেওয়া রয়েছে শাস্ত্রে। কিন্তু এই গাছ রাখার ব্যাপারে বিশেষ কিছু জিনিস মাথায় রাখা জরুরি। কারণ, তুলসীগাছ রাখার ব্যাপারে ভুল হলে ঘোর অমঙ্গল হয়ে যেতে পারে বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র। এমন কিছু জিনিস রয়েছে যা তুলসীগাছের কাছে রাখা যায় না। এতে ভাগ্যের অবনতি ঘটে বলে বিশ্বাস করা হয়। জেনে নিন জিনিসগুলি কী কী।

Advertisement

তুলসীগাছের কাছে কোন কোন জিনিস রাখা যাবে না?

  • তুলসীগাছের কাছে কখনও আবর্জনা রাখা উচিত নয়। যে স্থানে ময়লা ফেলা হয়, তার পাশে ভুলেও তুলসীগাছ রাখবেন না। সেই স্থানে যদি তুলসীগাছ জন্মায়ও, সেটিকে তৎক্ষণাৎ সেখান থেকে তুলে অন্য স্থানে পুঁতে দিতে হবে।
  • চটি-জুতো রাখার জায়গার কাছেও তুলসীগাছ রাখা যাবে না। এতে বাড়িতে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়।
  • কোনও লোহার জিনিসও তুলসীগাছের কাছে রাখা যাবে না বলে জানাচ্ছে শাস্ত্র। এতে বাস্তুর দোষ সৃষ্টি হতে পারে। জীবন থেকে সুখ-সমৃদ্ধি বিদায় নেবে বলে মনে করা হয়।
  • তুলসীগাছের কাছে কখনও আমিষ খাবার রাখতে নেই। এমনকি আমিষ খাবার গ্রহণের পর তুলসীগাছ স্পর্শ না করাও ভাল হবে বলে মনে করা হচ্ছে।
  • নেশাজাতীয় দ্রব্যকে তুলসীগাছ থেকে দূরে রাখতে হবে। না হলে জীবনে নেমে আসবে ঘোর অমঙ্গল।
Advertisement
আরও পড়ুন