বাংলার নবম মাস পৌষ। এই মাসটি মল মাস নামেও পরিচিত। বাঙালি
হিন্দুরা যে কোনও শুভ কাজ শুরু করার পূর্বে শুভ দিনক্ষণের বিচার করেন। উক্ত কাজে
পূর্ণ সফলতা প্রাপ্তির উদ্দেশ্যেই এই কাজ করা হয়। কিন্তু পৌষ মাসে সে রূপ কোনও
দিনক্ষণ থাকে না। এই মাসটিকে বাংলার মল মাস বলা হয়। পৌষ মাসে সূর্য অবস্থান করে
ধনু রাশিতে, অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে। বৃহস্পতির দুই ক্ষেত্রে রবি
অবস্থান করলে বিশেষ কোনও কাজ না করাই ভাল বলে মনে করা হয়। তাই পৌষ মাসটিকে শুভ কাজ
করার জন্য উপযুক্ত মনে করা হয় না। এ ছাড়াও বিশেষ কিছু কাজ রয়েছে যা পৌষ মাসে করা
উচিত নয়। বদলে কিছু জিনিস করলে ভাল ফল পাওয়া যায়। সেগুলি সম্পর্কে জেনে নিন।
পৌষ মাসে কী কী করবেন না?
- এই মাস জুড়ে তুলসীগাছ থেকে পাতা ছেঁড়া উচিত নয় বলে মনে করা
হয়। এতে বিষ্ণুদেব রুষ্ট হন। তাই পৌষ মাসে বাড়িতে থাকা তুলসীগাছকে কোনও মতে আঘাত
করবেন না। সেটির কোনও ক্ষতিও হতে দেওয়া যাবে না।
- মল মাস পৌষে বাড়িঘর কেনা, জমি কেনা, কোনও চুক্তিতে স্বাক্ষর
করা জাতীয় গুরুত্বপূর্ণ কাজগুলি না করাই ভাল বলে মনে করা হয়।
- এই মাসে কোনও
দুঃস্থ ব্যক্তিকে অসম্মান করা যাবে না। উল্টে নিজের সাধ্যমতো সাহায্য ও দানধ্যান
করার চেষ্টা করুন। এতে আপনারই ভাল হবে।
- কোনও শুভ অনুষ্ঠান, যেমন বিয়ে, পাকা কথা, আশীর্বাদ,
অন্নপ্রাশন প্রভৃতি অনুষ্ঠান পৌষ মাসে করা যাবে না। এই সময় কোনও নতুন বাড়িতে
প্রবেশ করাও ভাল ব্যাপার নয় বলে জানাচ্ছে শাস্ত্র।
কোন কাজগুলি করবেন?
- পৌষ মাসে প্রতি দিন সূর্যদেবের পুজো করুন। প্রতি দিন
সূর্যোদয়ের সময় সূর্যদেবকে জল অর্পণ করুন।
- পৌষ মাস জুড়ে শ্রীবিষ্ণু ও কৃষ্ণের আরাধনা করতে পারলে খুব
ভাল ফল লাভ করা যায় বলে বিশ্বাস করা হয়। এতে জীবনের দুঃখ-দুর্দশা কমে। সুখ-শান্তি
লাভ করা যায়।
- এই মাস জুড়ে সকাল ও সন্ধ্যায় তুলসীগাছের পুজো করুন ও
প্রদীপ জ্বালুন। সকালবেলা তুলসীগাছে জল দিন। খুব ভাল ফল পাবেন।
- বৃহস্পতির কৃপা পেতে পৌষ মাসের প্রতি বৃহস্পতিবার সকালবেলা
গরুকে গুড় ও রুটি খাওয়াতে পারেন।
- সম্ভব হলে পৌষ মাস জুড়ে প্রতি সপ্তাহের যে কোনও একটি দিন
সাত্ত্বিক আহার গ্রহণ করুন। সেই দিন মাছ-মাংস-সহ পেঁয়াজ-রসুনও খাওয়া যাবে না।