Maghi Purnima Remedies

মাঘী পূর্ণিমায় পথ চলা শুরু করবে ফেব্রুয়ারি, মাস পয়লায় কোন কোন কাজ নৈব নৈব চ? কী করলে বদলাবে ভাগ্য?

অর্থ সংক্রান্ত সমস্যা থেকে দাম্পত্যজীবনের সমস্যা, যে কোনও সমস্যার মুশকিল আসান মাঘী পূর্ণিমার দিন কিছু টোটকা পালনের মাধ্যমে করা সম্ভব।

Advertisement
শ্রীমতী অপালা
শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ১৮:২৭
full moon

ছবি: (এ আই সহায়তায় প্রণীত)।

১ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার মাঘী পূর্ণিমা। এটি অত্যন্ত পবিত্র একটি দিন। বিশেষ এই দিন বাড়িতে যদি কিছু নিয়ম মেনে চলা যায়, তা হলে খুবই উপকার পাওয়া যায়। অর্থ সংক্রান্ত সমস্যা থেকে দাম্পত্যজীবনের সমস্যা, যে কোনও সমস্যার মুশকিল আসান মাঘী পূর্ণিমার দিন কিছু টোটকা পালনের মাধ্যমে করা সম্ভব। তেমনই এই দিন কিছু কাজ মোটেই করতে নেই। সেগুলি করলে সংসারের উপর নেমে আসে অশুভ ছায়া।

Advertisement

মাঘী পূর্ণিমার দিন কোন কাজগুলি করা মানা?

১) এই দিন কারও কাছ থেকে টাকাপয়সা ধার নেওয়াও যাবে না এবং কাউকে ধার দেওয়াও যাবে না।

২) মাঘী পূর্ণিমার দিন যদি কেউ আপনার কাছে তেল বা নুন চাইতে আসেন, তা হলে কোনও মতেই তাঁকে সে সকল জিনিস দেবেন না। এ ছাড়া এই দিন তেল এবং নুন দান করাও যাবে না।

৩) এই দিন কোনও ভাঙাচোরা জিনিস ঘর থেকে ফেলতে নেই। বিশেষ করে ঝাঁটা কোনও মতেই বাড়ির বাইরে ফেলাই যাবে না।

টোটকা:

১) এই দিন সম্ভব হলে ব্রাহ্মমুহূর্তে ঘুম থেকে উঠে যান। আর যদি ব্রাহ্মমুহূর্তে ওঠা সম্ভব না হয়, তা হলে ভোরবেলা ঘুম থেকে উঠে বাড়ির সদর দরজাটি গঙ্গাজল এবং সামান্য কেওড়া জল মিশিয়ে ধুয়ে ফেলুন।

২) সদর দরজার সামনে হলুদ দিয়ে স্বস্তিক অঙ্কন করুন।

৩) মাঘী পূর্ণিমার দিন হলুদ ফুল ও মিষ্টি দিয়ে মা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করুন।

৪) এই দিন পুজোর সময় মা লক্ষ্মীর সামনে একটা হলুদ কাপড়ের উপর সাতটা হলুদ কড়ি, সাতটা গাঁট হলুদ, সামান্য কেশর, একটা রুপোর কয়েন, কিছুটা আতপ চাল রেখে ১০৮ বার মহালক্ষ্মী মন্ত্র জপ করুন। পরের দিন এই সব জিনিসের একটা পুঁটলি তৈরি করুন এবং টাকা রাখার জায়গায় রেখে দিন। আর্থিক দিক দিয়ে উন্নতি লাভ করবেন।

Advertisement
আরও পড়ুন