টাকা বিনিময়ের কোনও কথা উঠলে তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নিতে যাবেন না। কারও প্রতি দয়ালু মনোভাব প্রকাশ করতে হবে।
সন্তান কিছু আবদার করলে তা দ্রুত মেনে নেবেন না। রান্নায় খুঁত নিয়ে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। জমানো কোনও টাকা ফেরত পেতে পারেন। বাড়িতে কোনও মাঙ্গলিক কাজ করার ইচ্ছা জাগতে পারে।