আত্মবিশ্বাসই হবে আপনার সবচেয়ে বড় শক্তি। দিনের শুরুতে ব্যবসায় কিছুটা ধকল গেলেও মানসিক দৃঢ়তা এগিয়ে রাখবে।
বাজে খরচ এড়িয়ে চললে আর্থিক সঞ্চয় বজায় থাকবে। অফিসে বস্ পরামর্শ চাইতে পারেন, তাই কথা বলার সময় সাবধান থাকা দরকার। দাম্পত্যজীবনে বিবাদের কারণে একটু মেজাজ খারাপ থাকতে পারে। পদোন্নতির সম্ভাবনা রয়েছে।