Shahi Snan Date

কুম্ভস্নানের তাৎপর্য কী? পরবর্তী কুম্ভস্নানের বিশেষ তিথি কবে রয়েছে?

কুম্ভ দীর্ঘ সময় ধরে চললেও, কুম্ভস্নানের জন্য বিশেষ কিছু দিন বা তিথি এবং সময় বিশেষ গুরুত্বপূর্ণ। সেই নির্দিষ্ট দিনগুলিতে, নির্দিষ্ট সময়ে স্নান করলে শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয়।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫ ০৭:৩২
Upcoming date, timing and significance of Mahakumbh holy bath

—প্রতীকী ছবি।

পৃথিবীর সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ হল কুম্ভ। সুমুদ্রমন্থনে প্রাপ্ত অমৃত দেবতাদের কাছে রাখার দায়িত্ব পড়ে দেবরাজ ইন্দ্রের পুত্র জয়ন্তের উপর। এই কাজ সম্পন্ন করার সময় চার স্থানে কয়েক ফোঁটা অমৃত পড়ে। সেই চার স্থানের নাম হল প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়িনী। এই চার স্থানেই পালিত হয় মহাকুম্ভের স্নানযাত্রা। কুম্ভের সময় গ্রহনক্ষত্রের সঙ্গে সম্পর্কিত। দেবগুরু বৃহস্পতি, সূর্যদেব এবং চন্দ্রদেব প্রাপ্ত অমৃত দেবতাদের আয়ত্বে রাখার কাজে বিশেষ ভূমিকা পালন করেন। এই কারণেই বৃহস্পতি, রবি (সূর্য) এবং চন্দ্রের বিশেষ অবস্থানে কুম্ভের সময় নির্ধারিত হয়। কুম্ভ দীর্ঘ সময় ধরে চললেও, কুম্ভস্নানের জন্য বিশেষ কিছু দিন বা তিথি এবং সময় বিশেষ গুরুত্বপূর্ণ। সেই নির্দিষ্ট দিনগুলিতে, নির্দিষ্ট সময়ে স্নান করলে শুভ ফল পাওয়া যায় বলে মনে করা হয়।

Advertisement

পরবর্তী গুরুত্বপূর্ণ কুম্ভস্নানের দিন হল ৩ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী এবং ৪ ফেব্রুয়ারি অচলা সপ্তমী তিথি।

৩ ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী তিথি:

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে:

পঞ্চমী তিথি শেষ–

বাংলা– ২০ মাঘ, সোমবার।

ইংরেজি– ৩ ফেব্রুয়ারি, সোমবার।

সময়– সকাল ৬টা ৫৩ মিনিট।

অমৃতযোগ সকাল ৭টা ৪৭ মিনিট পর্যন্ত।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে

পঞ্চমী তিথি শেষ–

বাংলা– ২০ মাঘ, সোমবার।

ইংরেজি– ৩ ফেব্রুয়ারি, সোমবার।

সময়– সকাল ৯টা ৫৭ মিনিট ৩৮ সেকেন্ড।

শুভ যোগ সকাল ৭টা ৪৮ মিনিট ২২ সেকেন্ড পর্যন্ত।

৪ ফেব্রুয়ারি অচলা সপ্তমী তিথি:

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে:

সপ্তমী তিথি শেষ–

বাংলা– ২১ মাঘ, মঙ্গলবার।

ইংরেজি– ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার।

সময়– রাত ২টো ৩১ মিনিট।

অমৃতযোগ সকাল ৮টা ৩২ মিনিট হইতে ১০টা ৪৪ মিনিট। বেলা ১২টা ৫৭ মিনিট থেকে ২টো ২ মিনিট পর্যন্ত। বেলা ৩টে ১০ মিনিট থেকে ৪টে ৩৮ মিনিট পর্যন্ত। রাত ৮টা ৫০ মিনিট থেকে ১১টা ২৪ মিনিট পর্যন্ত। রাত ২টো ১ মিনিট থেকে ৩টে ৪৩ মিনিট পর্যন্ত।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে:

সপ্তমী তিথি শেষ–

বাংলা– ২১ মাঘ, মঙ্গলবার।

ইংরেজি– ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার।

সময়– রাত ৫টা ১৫ মিনিট ২৬ সেকেন্ড।

অমৃতযোগ সকাল ৮টা ৩২ মিনিট ৮ সেকেন্ড থেকে ১০টা ৪৪ মিনিট ২১ সেকেন্ড। বেলা ১২টা ৫৬ মিনিট ৩৩ সেকেন্ড থেকে ২টো ২৪ মিনিট ৪১ সেকেন্ড পর্যন্ত। বেলা ৩টে ৮ মিনিট ৪৬ সেকেন্ড থেকে ৪টে ৩৬ মিনিট ৫৪ সেকেন্ড পর্যন্ত। রাত ৮টা ৪৮ মিনিট ৪১ সেকেন্ড থেকে ১১টা ২৪ মিনিট ২৯ সেকেন্ড পর্যন্ত। রাত ২টো ১৭ সেকেন্ড থেকে ৩টে ৪৪ মিনিট ৮ সেকেন্ড পর্যন্ত।

Advertisement
আরও পড়ুন