কলকাতায় ফরওয়ার্ড ব্লকের সমাবেশ। —নিজস্ব চিত্র ।
রাজ্য জুড়ে মন্দির-মসজিদের রাজনীতিকে রুখতে বাম-ঐক্যকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কলকাতায় বেশ কিছু দিন পরে একক সমাবেশ করল বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লক। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলের কর্মী-সমর্থকেরা বুধবার রানি রাসমণি অ্যাভিনিউয়ের ওই সমাবেশে হাজির হয়েছিলেন। বক্তৃতা করেছেন ফ ব-র রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, দলের নেতা সঞ্জীব চট্টোপাধ্যায়, ডলি রায়, ফজলুল ইসলাম, গোবিন্দ রায় প্রমুখ। তৃণমূল কংগ্রেস ও বিজেপি, দু’পক্ষকেই এক পঙ্ক্তিতে বসিয়ে সাম্প্রদায়িকতার বিপদের কথা তুলে ধরেছেন তাঁরা। এর সঙ্গেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) নামে কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না-যায়, সেই দাবিও তুলেছেন নেতৃত্ব। পাশাপাশি, সার্বিক ভাবে ‘বেহাল’ নিরাপত্তা, মূল্যবৃদ্ধির প্রতিবাদও জানানো হয়েছে। আনুষ্ঠানিক ভাবে এ দিন ডিএসপি দলের রাজ্য কমিটি এবং তাদের কর্মীরা ফ ব-য় মিশে যাওয়ার কথা জানিয়ে সমাবেশে যোগ দিয়েছেন বলেও ফ ব নেতৃত্বের বক্তব্য। রাজ্য জুড়ে মন্দির-মসজিদের রাজনীতিকে রুখতে বাম-ঐক্যকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কলকাতায় বেশ কিছু দিন পরে একক সমাবেশ করল বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লক। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে দলের কর্মী-সমর্থকেরা বুধবার রানি রাসমণি অ্যাভিনিউয়ের ওই সমাবেশে হাজির হয়েছিলেন। বক্তৃতা করেছেন ফ ব-র রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়, দলের নেতা সঞ্জীব চট্টোপাধ্যায়, ডলি রায়, ফজলুল ইসলাম, গোবিন্দ রায় প্রমুখ। তৃণমূল কংগ্রেস ও বিজেপি, দু’পক্ষকেই এক পঙ্ক্তিতে বসিয়ে সাম্প্রদায়িকতার বিপদের কথা তুলে ধরেছেন তাঁরা। এর সঙ্গেই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) নামে কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না-যায়, সেই দাবিও তুলেছেন নেতৃত্ব। পাশাপাশি, সার্বিক ভাবে ‘বেহাল’ নিরাপত্তা, মূল্যবৃদ্ধির প্রতিবাদও জানানো হয়েছে। আনুষ্ঠানিক ভাবে এ দিন ডিএসপি দলের রাজ্য কমিটি এবং তাদের কর্মীরা ফ ব-য় মিশে যাওয়ার কথা জানিয়ে সমাবেশে যোগ দিয়েছেন বলেও ফ ব নেতৃত্বের বক্তব্য।