Imran Khan

নিষিদ্ধ ইমরান, পিটিআই-ও

ইমরান এবং তাঁর দলকে পাকিস্তানের জাতীয় সুরক্ষা তথা স্বার্থের পক্ষে বিপজ্জনক বলে মনে করছে পঞ্জাব প্রদেশের প্রশাসন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ০৮:০১
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। — ফাইল চিত্র।

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ তথা পিটিআই-কে নিষিদ্ধ ঘোষণা করা হল পঞ্জাব প্রদেশে। এ ব্যাপারে সম্প্রতি পঞ্জাব প্রদেশের আইনসভায় বিশেষ প্রস্তাব আনা হয়েছিল। সভার সংখ্যা গরিষ্ঠের সম্মতিতে পাশ হওয়ার পরই জারি হয়েছে এই নিষেধাজ্ঞা। অভিযোগ, প্রধানমন্ত্রী থাকার সময়ে একাধিক বার প্রকাশ্যে ‘রাষ্ট্রবিরোধী’ কথা বলেন ইমরানের বিরুদ্ধে। তিনি নাকি পাক সেনার সঙ্গে সম্মুখ সমরেও নেমেছিলেন। এমন পরিস্থিতি ইমরান এবং তাঁর দলকে পাকিস্তানের জাতীয় সুরক্ষা তথা স্বার্থের পক্ষে বিপজ্জনক বলে মনে করছে পঞ্জাব প্রদেশের প্রশাসন। তাই এমন সিদ্ধান্ত।

আরও পড়ুন