Dharmatala Bus Stand

পুলিশের সম্মতি এলেই সরে যাবে এল-২০ বাস স্ট্যান্ড

ধর্মতলায় ময়দান বাজার লাগোয়া এল-২০ বাসের স্ট্যান্ড থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বহু বাস ছাড়ে। ভোর থেকে অনেক রাত পর্যন্ত ওই বাস স্ট্যান্ড সরগরম থাকে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ০৮:৩৯
ধর্মতলা বাস স্ট্যান্ড।

ধর্মতলা বাস স্ট্যান্ড। — ফাইল চিত্র।

জোকা-এসপ্লানেড মেট্রোর এসপ্লানেড স্টেশন তৈরির জন্য ধর্মতলার এল-২০ বাসের স্ট্যান্ড চলতি সপ্তাহেই সরিয়ে নেওয়ার নির্দেশ জারি হয়েছিল। কিন্তু, রানি রাসমণি অ্যাভিনিউ সংলগ্ন পূর্ব-পশ্চিম মেট্রোর প্রবেশপথ লাগোয়া বিকল্প বাস স্ট্যান্ডে বাসের ঢোকা ও বেরোনোর প্রক্রিয়া খতিয়ে দেখার পরে প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য কলকাতা পুলিশের ট্র্যাফিক বিভাগ আরও সময় চেয়েছে। পুলিশের পক্ষ থেকে যান নিয়ন্ত্রণের ব্যবস্থাপনা চূড়ান্ত হলে ওই বাস স্ট্যান্ড সরিয়ে নিয়ে যাওয়া হবে বলে পরিবহণ দফতর সূত্রের খবর।

ধর্মতলায় ময়দান বাজার লাগোয়া এল-২০ বাসের স্ট্যান্ড থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বহু বাস ছাড়ে। ভোর থেকে অনেক রাত পর্যন্ত ওই বাস স্ট্যান্ড সরগরম থাকে। উত্তরবঙ্গের শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালদহ, কোচবিহার, বালুরঘাটের মতো বিভিন্ন রুট ছাড়াও মুর্শিদাবাদ এবং বীরভূমের বিভিন্ন গন্তব্যেও উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বাস যায়। ওই সমস্ত বাস এল-২০ স্ট্যান্ড থেকেই ছাড়ে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস আসানসোল, দুর্গাপুর ছাড়াও আরও কিছু রুটে বাস চালায়। দূরপাল্লার সরকারি বাসের যাত্রীদের কাছে ওই স্ট্যান্ড খুবই গুরুত্বপূর্ণ।

জোকা-এসপ্লানেড মেট্রোর নতুন এসপ্লানেড স্টেশন মাটির নীচে বর্তমান উত্তর-দক্ষিণ মেট্রো স্টেশনের থেকে কোনাকুনি অবস্থানে নির্মিত হবে। ওই জায়গায় জোকা-এসপ্লানেড মেট্রো, পূর্ব-পশ্চিম মেট্রো এবং উত্তর-দক্ষিণ মেট্রোর তিনটি স্টেশন একটি ত্রিভুজের আকার ধারণ করবে। ভূগর্ভস্থ পথে সাবওয়ের মাধ্যমে তিনটি স্টেশন একে অপরের সঙ্গে যুক্ত থাকবে।

ময়দান বাজার এবং এল-২০ বাস স্ট্যান্ডের নীচে ভূগর্ভে ওই নতুন স্টেশন তৈরি হবে। সেই কাজে চার বছর লাগতে পারে। এই সময়কালের জন্য পূর্ব-পশ্চিম মেট্রোর কার্জন পার্ক লাগোয়া এসপ্লানেড স্টেশনের প্রবেশপথ ঘেঁষে বিকল্প বাস স্ট্যান্ড তৈরি করা হয়েছে। মেট্রো কর্তৃপক্ষ নতুন বাস স্ট্যান্ডে উত্তরবঙ্গ পরিবহণ নিগম, রাজ্য পরিবহণ নিগমের বাসের যাত্রীদের জন্য নতুন বুকিং কাউন্টার, প্রতীক্ষালয়, শৌচালয়, বাসচালক ও কর্মীদের বসার এবং বিশ্রামের পৃথক ঘর-সহ নানা পরিকাঠামো তৈরি করেছেন। দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের (এসবিএসটিসি) বাসের জন্যও আলাদা ব্যবস্থা করা হচ্ছে। চলতি মাসে সেই কাজ সম্পূর্ণ হওয়ার কথা। সে ক্ষেত্রে আগামী জানুয়ারি মাসে নতুন বাস স্ট্যান্ড থেকে এসবিএসটিসি-র বাস ছাড়বে।

তবে, রানি রাসমণি অ্যাভিনিউ লাগোয়া ওই বাস স্ট্যান্ডে বাসের ঢোকা এবং বেরোনোর ক্ষেত্রে মূল রাস্তায় যানজটের আশঙ্কা রয়েছে। তাই সমস্যা সমাধানে কলকাতা পুলিশের তরফে ব্যবস্থা খতিয়ে দেখতে আরও সময় চাওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে সম্মতি মিললে বিকল্প বাস স্ট্যান্ড থেকে পরিষেবা শুরু হবে। ওই কাজে আরও বেশ কিছু দিন লাগতে পারে বলে সূত্রের খবর।

আরও পড়ুন