Vastu Tips

সকালে চা বানাতে গিয়ে হাত থেকে দুধ পড়ে গিয়েছে? সাবধান! দিনের শুরুতে হাত থেকে চার জিনিস পড়া অশুভ

বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে ঘটে চলা সব ঘটনারই কিছু না কিছু শুভ বা অশুভ দিক রয়েছে। দিনের শুরুতে নির্দিষ্ট কয়েকটি জিনিস হাত থেকে পড়ে যাওয়াকে অশুভ মনে করা হয়।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৭
Falling these four things from hand in early morning is considered inauspicious

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

হাত থেকে জিনিস পড়ে যাওয়া একটি অতি সাধারণ ব্যাপার। বিশেষ করে রান্নাঘরে কাজ করার সময় হাত থেকে এটা-ওটা হামেশাই পড়ে যায়। কেউই সেটা নিয়ে তেমন মাথা ঘামান না। কিন্তু কিছু জিনিস রয়েছে যা হাত থেকে পড়ে যাওয়া অত্যন্ত অশুভ বলে মনে করছে শাস্ত্র। বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে ঘটে চলা সব ঘটনারই কিছু না কিছু শুভ বা অশুভ দিক রয়েছে। দিনের শুরুতে নির্দিষ্ট কয়েকটি জিনিস হাত থেকে পড়ে যাওয়াকে অশুভ মনে করা হয়। এতে ভাগ্যের উপর কুপ্রভাব পড়ে বলে বিশ্বাস। কোন জিনিসগুলি পড়া অশুভ জেনে নিন।

Advertisement

দিনের শুরুতে হাত থেকে কোন জিনিসগুলি পড়া অশুভ?

দুধ: জ্যোতিষশাস্ত্রে দুধকে সৌভাগ্য ও সমৃদ্ধির প্রতীক হিসাবে গণ্য করা হয়। ভোরবেলা বা সকালের দিকে হাত থেকে দুধ পড়ে যাওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এতে ভাগ্যের উপর কুপ্রভাব পড়ে। সারা দিনটা খারাপ যাওয়ার আশঙ্কা বৃদ্ধি পায়। সকাল সকাল এমনটা হলে সেই দিন কোনও প্রকার আর্থিক লেনদেন করার বিষয়ে সতর্ক থাকুন। দুধ পড়ে যাওয়া অগ্রগতির পথে বাধা সৃষ্টির ইঙ্গিত দেয় বলে মনে করা হয়।

নুন: দিনের শুরুতে হাত থেকে নুন পড়ে যাওয়াও ভাল নয়। শাস্ত্রমতে নুন হল শান্তি, সমতা ও ধৈর্যের প্রতীক। সকাল সকাল হাত থেকে নুন পড়ে যাওয়া মানে বাড়ির শান্তি কোনও ভাবে বিঘ্নিত হতে পারে। এমনটা হলে সারা দিন মাথা ঠান্ডা রেখে সকল কাজ করাই শ্রেয়।

সিঁদুর: সিঁদুর হল মঙ্গলময় দাম্পত্যজীবনের প্রতীক। ভোরবেলা বা সকালবেলা হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া অত্যন্ত অশুভ মনে করা হয়। এটি দাম্পত্য সম্পর্কে অশান্তির ইঙ্গিত দেয়। এমনটা হলে স্বামীর সঙ্গে অযথা ঝামেলা এড়িয়ে চলতে হবে।

আয়না: হাত থেকে আয়না পড়ে যাওয়া অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত হয়। এটি মানসিক দ্বন্দ্ব, সম্পর্কের টানাপড়েন ও বিবাদের ইঙ্গিত দেয়। এমনটা হলেও সতর্ক হতে হবে। আপনাকে মানসিক ভাবে বিব্রত করতে পারে এমন ঘটনা এড়িয়ে চলতে হবে।

Advertisement
আরও পড়ুন