Venus in Chitra Nakshatra 2025

চিত্রায় শুক্রের প্রবেশ, ২৮ নভেম্বর থেকে খুলে যাবে সৌভাগ্যের দরজা, সোনালি সময় শুরু হবে চার রাশির!

সময়বিশেষে গ্রহেরা এক নক্ষত্র থেকে অন্য নক্ষত্রে গমন করে থাকে। এর প্রভাবে প্রায় সমস্ত রাশির জীবনেই কিছু না কিছু পরিবর্তন দেখা দেয়। আগামী ২৮ অক্টোবর শুক্র স্থান পরিবর্তন করে চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৩:৫৪
horoscope

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

প্রতি গ্রহই যেমন কিছু দিন পর পর রাশি পরিবর্তন করে, তেমনই নক্ষত্রও পরিবর্তন করে। সময়বিশেষে গ্রহেরা এক নক্ষত্র থেকে অন্য নক্ষত্রে গমন করে থাকে। এর প্রভাবে প্রায় সমস্ত রাশির জীবনেই কিছু না কিছু পরিবর্তন দেখা দেয়। আগামী ২৮ অক্টোবর শুক্র স্থান পরিবর্তন করে চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে। যদিও বেশি দিন থাকবে না। ৭ নভেম্বর শুক্র পুনরায় নিজের স্থান পরিবর্তন করবে। এর ফলে চার রাশির জীবনে বিরাট পরিবর্তন দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে। তবে এত শঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। খারাপ কিছু হওয়ার আশঙ্কা প্রায় নেই বললেই চলে। দেখে নিন তালিকায় আপনার রাশি রয়েছে কি না।

Advertisement

শুক্রের চিত্রা নক্ষত্রে প্রবেশের ফলে কাদের জীবনে পরিবর্তন আসবে?

মেষ: শুক্রের নক্ষত্র পরিবর্তনের ফলে মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে ভালই হবে। চিন্তার কোনও কারণ নেই। অর্থলাভের নতুন সুযোগ পাবেন। ঠিকমতো কাজ করলে পদোন্নতিও হতে পারে। সম্পর্কের জট কেটে যাবে। সহকর্মীদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। পরিবারে সুখের সময় কাটবে। ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাও লাভের মুখ দেখতে পাবেন।

বৃষ: ২৮ অক্টোবরের পর থেকে বৃষ রাশির সৌভাগ্যের দ্বার খুলে যাবে। তবে কথাবার্তা বুঝেশুনে বলতে হবে, না হলে মুশকিলে পড়তে পারেন। কর্মক্ষেত্রে সবাই আপনার কাজের প্রশংসা করবেন। অপ্রত্যাশিত জায়গা থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। বিলাসবহুল জীবন কাটাতে পারবেন। সম্পর্কক্ষেত্রেও সুখের রং লাগতে পারে।

তুলা: শুক্রের নক্ষত্র পরিবর্তনের পর থেকেই সুসময় শুরু হবে তুলা রাশির জাতক-জাতিকাদের। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। এর ফলে যে কোনও কঠিন সিদ্ধান্ত সহজেই নিয়ে নিতে পারবেন। অর্থলাভের সুযোগ পাবেন, সজাগ থাকা বাঞ্ছনীয়। না হলে পস্তাতে হবে। মনের মানুষের সঙ্গে বিয়ের যোগ রয়েছে।

বৃশ্চিক: চিত্রা নক্ষত্রে শুক্রের প্রবেশের ফলে সর্বাধিক লাভবান হবেন বৃশ্চিক রাশির ব্যক্তিরা। বহু দিন ধরে আটকে থাকা টাকা পেয়ে যেতে পারেন। বহু দিক থেকে অর্থপ্রাপ্তির সম্ভাবনা দেখা যাচ্ছে। সম্পর্কক্ষেত্রের বিভিন্ন সমস্যা ধীরে ধীরে বিদায় নেবে। শুরু হবে মধুর সময়। সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবেন।

Advertisement
আরও পড়ুন