Numerological Prediction

নেতৃত্বে পটু, দলের মাথা হলে কাজ ভাল করেন এই চার তারিখে জন্মানো মহিলারা! জন্মগত ভাবেই ‘ক্যাপ্টেন’ এঁরা

সংখ্যাতত্ত্ব জানাচ্ছে, কিছু তারিখে জন্মানো মেয়েরা যে কোনও ক্ষেত্রে খুব ভাল নেতৃত্ব দান করতে পারেন। এঁদের মধ্যে জন্মগত ভাবেই সেই ক্ষমতা রয়েছে।

Advertisement
বাক্‌সিদ্ধা গার্গী
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০২৫ ১৬:১৯
numerology

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

সংখ্যাতত্ত্ব জ্যোতিষশাস্ত্রের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ। সাধারণ মানুষের পক্ষে জ্যোতিষের নানা বিচার করা সম্ভব হয় না। কারণ সেই সম্বন্ধে সকলের কাছে পরিষ্কার জ্ঞান থাকে না। তবে সংখ্যাতত্ত্ব অপেক্ষাকৃত সহজ। এর দ্বারা সহজেই মানুষের ভবিষ্যৎ তথা অন্যান্য নানা জিনিস গণনা করে নেওয়া যায়।

Advertisement

এক জন ব্যক্তির জন্মসংখ্যার বিচার করে তাঁর সম্বন্ধে নানা জিনিস বলে দেওয়া যায়। সাহায্য করে সংখ্যাতত্ত্ব। আমাদের প্রত্যেকেরই এক একটি করে জন্মসংখ্যা রয়েছে। সেটির বিচার করা হয় আমাদের জন্মতারিখের হিসাব করে। সংখ্যাতত্ত্ব জানাচ্ছে কিছু তারিখে জন্মানো মেয়েরা যে কোনও ক্ষেত্রে খুব ভাল নেতৃত্ব দান করতে পারেন। এঁদের মধ্যে জন্মগত ভাবেই সেই ক্ষমতা রয়েছে।

কোন তারিখে মেয়েরা খুব ভাল নেতৃত্ব দান করতে পারেন?

যে কোনও মাসের ১, ১০, ১৯ ও ২৮ তারিখে জন্মানো মেয়েরা খুব ভাল নেতৃত্ব দান করতে পারেন বলে জানাচ্ছে সংখ্যাতত্ত্ব। এই সকল তারিখে জন্মানো ব্যক্তিদের জন্মসংখ্যা সাধারণত ১ হয়। এঁদের মধ্যে কী কী চারিত্রিক বৈশিষ্ট্য দেখা যায় সেটি জানলেই বুঝতে পারবেন এঁরা কেন ভাল নেতৃত্ব দান করতে পারেন।

চারিত্রিক বৈশিষ্ট্য:

  • এই চার তারিখে জন্মানো মেয়েরা ঝুঁকি নিতে ভয় পান না। জটিল মুহূর্তে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে এঁরা অত্যন্ত পটু। সেই কারণে দলকে খুব ভাল ভাবে পরিচালনা করতে পারেন এঁরা।
  • এঁদের আত্মবিশ্বাস প্রশংসনীয়। কঠিন থেকে কঠিনতর সিদ্ধান্ত এঁরা অত্যন্ত প্রত্যয়ের সঙ্গে নিতে পারেন। কঠোর পরিশ্রম করে কাজ হাসিল করে নেওয়ার ব্যাপারেও এঁরা পিছিয়ে নেই।
  • এই সকল মেয়েদের ব্যক্তিত্বও হয় আকর্ষণীয়। এঁরা যেখানেই যান, সকলের নজর এঁদের উপর পড়ে। কোনও দলের মাথা হলে সেই দলকে এঁরা সর্বদা শীর্ষে নিয়ে যাওয়ার জন্য লড়ে যান।
  • সহকর্মীদের সঙ্গে মন খুলে মিশতে পারেন এই সকল জাতিকারা। তাই দলের বোঝাপড়াও খুব ভাল থাকে। তবে প্রয়োজনে শাসন করতেও পিছপা হন না।
Advertisement
আরও পড়ুন