Chennai

চেন্নাইয়ে অটোয় তুলে যৌন নির্যাতন পশ্চিমবঙ্গের তরুণীকে! তিন দিন পর ধরা পড়লেন দুই অভিযুক্ত

এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রাথমিক ভাবে পাঁচ জনকে আটক করা হয়। তাঁদের টানা জেরার পর অটোচালক-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার দিন অটোতে ধৃতেরা ছাড়াও আরও এক জন ছিলেন। তাঁর খোঁজে এখনও তল্লাশি চলছে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৪৩
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। — প্রতিনিধিত্বমূলক চিত্র।

চেন্নাইয়ে জোর করে চলন্ত অটোয় তুলে পশ্চিমবঙ্গের বাসিন্দা এক তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগে বৃহস্পতিবার দু’জনকে গ্রেফতার করল পুলিশ। তবে এখনও ফেরার তৃতীয় অভিযুক্ত। তাঁর খোঁজে চলছে তল্লাশি অভিযান।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতের ওই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসেন তদন্তকারীরা। বিশেষ দল গড়ে শুরু হয় তদন্ত। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রাথমিক ভাবে পাঁচ জনকে আটক করা হয়। তাঁদের টানা জেরার পর অটোচালক-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার দিন অটোতে ধৃতেরা ছাড়াও আরও এক জন ছিলেন। তাঁর খোঁজে এখনও তল্লাশি চলছে।

ধৃত অটোচালকের নাম মুথামিল সেলভান। অভিযোগ, সোমবার রাতে চেন্নাইয়ের কাছে কিলাম্বাক্কাম বাস স্ট্যান্ডের বাইরে বাসের অপেক্ষায় দাঁড়িয়েছিলেন বছর ১৮-র ওই তরুণী। তখনই হঠাৎ অটো নিয়ে তাঁর সামনে এসে দাঁড়ান সেলভান। তরুণীকে অটোয় বসতে বলেন তিনি। তরুণী রাজি না হলে সেলভান তাঁকে জোর করে টেনে অটোয় তুলে নেন। অভিযোগ, কিছু দূর যাওয়ার পরেই আরও দু’জন যুবক ওই গাড়িতে ওঠেন। এর পর ছুরি দেখিয়ে তিন জন মিলে তাঁকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ। চলন্ত অটোর ভিতর থেকে তরুণীর চিৎকার শুনে পথচারীরাই পুলিশে খবর দেন। পুলিশের একটি দল গাড়িটিকে ধাওয়া করতে শুরু করলে রাস্তার ধারে তরুণীকে ফেলে দিয়ে অটো নিয়ে চম্পট দেন অভিযুক্তেরা।

স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের দাবি, পশ্চিমবঙ্গের বাসিন্দা ওই তরুণী কর্মসূত্রে সালেমে থাকতেন। সেখানে একটি বাড়িতে কাজ করতেন তিনি। এ দিকে, এই খবর প্রকাশ্যে আসার পরেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতর। মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সরকারের সমালোচনা করে তামিলনাড়ুর বিজেপি প্রধান কে অণ্ণামালাই বলেন, ‘‘রাজ্যে যৌন নির্যাতন একটি ‘ভয়াবহ বাস্তবতা’ হয়ে দাঁড়িয়েছে। আর কত জনের সঙ্গে এমন ঘটনা ঘটলে তবে আমাদের বোনেরা নিরাপত্তা পাবে?’’

Advertisement
আরও পড়ুন