Border Security Force

বিএসএফের গুলিতে হত ২ বাংলাদেশি পাচারকারী

বিএসএফ সূত্রের খবর, ভারত-বাংলাদেশ সীমান্তের বিলোনিয়া মহকুমার এলাকা দিয়ে নানা রকম পণ্য পাচার করতে তিন জন বাংলাদেশি পাচারকারী ঢুকেছিল। বিএসএফের সঙ্গে সংঘর্ষে লিটন নামে এক পাচারকারীর মৃত্যু হয় ভারতীয় ভূখণ্ডে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ০৯:১০

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

ত্রিপুরায় ফের বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি পাচারকারী। বিএসএফের দাবি, বৃহস্পতিবার গভীর রাতে ত্রিপুরার দক্ষিণ জেলার বিলোনিয়া মহকুমায় বাংলাদেশি পাচারকারীদের বাধা দেওয়ার সময়ে তারা আক্রমণের মুখে পড়ে। আত্মরক্ষার্থে বিএসএফ গুলি ছোড়ে। গুলিতে তিন পাচারকারীর মধ্যে দু’জন মারা গিয়েছে এবং এক জন আহত হয়েছে। এই ঘটনার পরে বিএসএফ ও বিজিবির মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়েছে। বিলোনিয়া মহকুমার সীমান্ত এলাকায় এই নিয়ে উত্তেজনা রয়েছে বলে পুলিশ সূত্রের খবর।

বিএসএফ সূত্রের খবর, ভারত-বাংলাদেশ সীমান্তের বিলোনিয়া মহকুমার এলাকা দিয়ে নানা রকম পণ্য পাচার করতে তিন জন বাংলাদেশি পাচারকারী ঢুকেছিল। বিএসএফের সঙ্গে সংঘর্ষে লিটন নামে এক পাচারকারীর মৃত্যু হয় ভারতীয় ভূখণ্ডে। মিল্লাত ও আফসার নামে দুই পাচারকারী আহত অবস্থায় বাংলাদেশে পালিয়ে যায়। সেখানে ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পরশুরাম উপজেলার বাঁশপদুয়া এলাকার বাসিন্দা মিল্লাতের মৃত্যু হয়। আফসারকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে। ত্রিপুরার বিলোনিয়া মহকুমা হাসপাতালে লিটনের দেহের ময়না তদন্ত হয়েছে। বিজিবি-র পাঠানো ছবি মিলিয়ে লিটনের দেহ শনাক্ত করা হয়েছে। তারও বাড়ি পরশুরাম উপজেলায়। পরে বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে ত্রিপুরার বিলোনিয়া থানার অফিসার বাংলাদেশের পরশুরাম থানার অফিসারের কাছে লিটনের মৃতদেহ ফিরিয়ে দেন।

এই ঘটনার পরে বিজিবি তাদের সঙ্গে যোগাযোগ করেছে বলে বিএসএফ জানিয়েছে। তিন জন পাচারকারীর এ দিকে আসার বিষয়টি স্বীকারও করেছে বাংলাদেশের সীমন্তরক্ষী বাহিনী। বিএসএফ বিজিবিকে জানিয়েছে, বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য সীমান্তের কাছে জড়ো করা বিভিন্ন পণ্য তারা বাজেয়াপ্ত করেছে।

আরও পড়ুন