Maoist Surrender

৫২ জন মাওবাদী আত্মসমর্পণ করলেন ছত্তীসগঢ়ের বিজাপুরে! ৪৯ জনের মাথার মোট দাম ছিল প্রায় দেড় কোটি

বিজাপুর পুলিশ সূত্রে খবর, আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন ১৩ জন মহিলা। ৫২ জনের এই মাওবাদী দলটি মূলত দণ্ডকারণ্য স্পেশ্যাল জ়োনাল কমিটি, অন্ধ্রপ্রদেশ-ওড়িশা সীমা ব্রহ্মগড় এরিয়া কমিটির সদস্যেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৮:৪৪
আত্মসমর্পণকারী মাওবাদী সদস্যেরা। ছবি: সংগৃহীত।

আত্মসমর্পণকারী মাওবাদী সদস্যেরা। ছবি: সংগৃহীত।

মাওবাদীদের আত্মসমর্পণের পর্ব চলছেই। বৃহস্পতিবার ছত্তীসগঢ়ের বিজাপুরে একসঙ্গে ৫২ জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। তাঁদের মধ্যে ৪৯ জনের মাথার মোট দাম ছিল ১ কোটি ৪১ লক্ষ টাকা।

Advertisement

বিজাপুর পুলিশ সূত্রে খবর, আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন ১৩ জন মহিলা। ৫২ জনের এই মাওবাদী দলটি মূলত দণ্ডকারণ্য স্পেশ্যাল জ়োনাল কমিটি, অন্ধ্রপ্রদেশ-ওড়িশা সীমা ব্রহ্মগড় এরিয়া কমিটির সদস্যেরা। বিজাপুর পুলিশ সুপার জিতেন্দ্র কুমার যাদব জানিয়েছেন, সিআরপিএফ এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।

পুলিশ সূত্রে খবর, আত্মসমর্পণকারী মাওবাদীদের মধ্যে রয়েছেন লখ্‌খু করম ওরফে অনিল। তিনি ডিভিশনাল কমিটির সদস্য। প্ল্যাটুন পার্টি কমিটির আর এক সদস্য লক্ষ্মী মাডবী, চিন্নি সোধীও রয়েছেন তাঁদের মধ্যে। এঁদের এক এক জনের মাথার দাম ছিল ৮ লক্ষ টাকা করে। আত্মসমর্পণকারীদের মধ্যে ১৩ জনের প্রত্যেকের মাথার দাম ছিল পাঁচ লক্ষ টাকা করে, ১৯ জনের প্রত্যেকের দু’লক্ষ টাকা, ১৪ জনের প্রত্যেকের এক লক্ষ টাকা করে মাথার দাম ছিল।

পুলিশ সুপার জানিয়েছেন, আত্মসমর্পণকারী সকল মাওবাদীকে ৫০ হাজার টাকা করে অর্থসাহায্য করা হবে। এ ছাড়াও সরকারের নীতি অনুযায়ী তাঁদের সকলের পুনর্বাসনেরও ব্যবস্থা করা হবে। বুধবারই পার্শ্বর্তী জেলা সুকমায় ২৯ জন মাওবাদী আত্মসমর্পণ করেছিলেন। তার ২৪ ঘণ্টার মধ্যে বিজাপুরেও আত্মসমর্পণ করলেন একদল মাওবাদী। এর আগে গত ৮ জানুয়ারি দন্তেওয়াড়া জেলায় আত্মসমর্পণ করেন ৬৩ জন মাওবাদী।

Advertisement
আরও পড়ুন