Robbery Case

ব্যাঙ্কে ঢুকে ছুরি দেখিয়ে ভয়, কর্মীদের বাথরুমে আটকে তাণ্ডব, মাত্র তিন মিনিটে ১৫ লক্ষ টাকা লুট!

ঘটনাটি ঘটেছে কেরলের ত্রিশূরের এক ব্যাঙ্কে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দিনের বেলা যখন ওই ব্যাঙ্কে লুটপাটের ঘটনা ঘটে, তখন সেখানে গ্রাহকদের সংখ্যা ছিল হাতেগোনা।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:১৬
A man locks up bank staff, robs in three minutes and escapes in Kerala

অভিযুক্তের ছবি ধরা পড়েছে ব্যাঙ্কের সিসি ক্যামেরায়। ছবি: এক্স (সাবেক টুইটার)।

ব্যাঙ্কে ঢুকে আচমকাই পকেট থেকে ছুরি বার করেন। তার পর একে একে সব ব্যাঙ্ককর্মীদের জড়ো করে বাথরুমে আটকে দিয়ে লুটপাট চালান। অভিযোগ, ১৫ লক্ষ টাকা লুট করে পালান অভিযুক্ত। গোটা ঘটনাই ঘটেছে মাত্র তিন মিনিটেরও কম সময়ে! অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ।

Advertisement

ঘটনাটি ঘটেছে কেরলের ত্রিশূরের এক ব্যাঙ্কে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, দিনের বেলা যখন ওই ব্যাঙ্কে লুটপাটের ঘটনা ঘটে, তখন সেখানে গ্রাহকদের সংখ্যা ছিল হাতেগোনা। ব্যাঙ্ককর্মীও খুব বেশি ছিলেন না। সেই সুযোগই কাজে লাগান অভিযুক্ত। গোটা ঘটনা ধরা পড়েছে ব্যাঙ্কে লাগানো সিসি ক্যামেরায়। দেখা গিয়েছে, অভিযুক্ত স্কুটারে চেপে ব্যাঙ্কে আসেন। মাথায় ছিল কালো রঙের হেলমেট। ব্যাঙ্কে ঢুকেই ছুরি বার করে ভয় দেখান ব্যাঙ্ককর্মীদের। তার পর সকলকে এক জায়গায় জড়ো করে বাথরুমে আটকে দেন।

পুলিশ জানিয়েছে, ব্যাঙ্কের ক্যাশ কাউন্টারে ছিল ৪৭ লক্ষ টাকা। তবে অভিযুক্ত সেখান থেকে ১৫ লক্ষ টাকা ব্যাগে ভরে ব্যাঙ্ক ছাড়েন। মাত্র তিন মিনিটেই শেষ হয় ‘অভিযান’। পুলিশ ব্যাঙ্কের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে। ত্রিশূরের (গ্রামীণ) পুলিশ সুপার বি কৃষ্ণ কুমার জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করার কাজ চলছে। তাঁকে খুঁজে বার করাই এখন প্রাথমিক লক্ষ্য।

Advertisement
আরও পড়ুন