—প্রতিনিধিত্বমূলক ছবি।
বাড়ির গন্ডগোল ছড়িয়ে পড়ল বাইরে। পার্কে বাবাকে পাথর দিয়ে আঘাত করে খুন করলেন ছেলে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দিল্লির পাহাড়গঞ্জ এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মৃতের নাম বিনোদ প্রতাপ। তাঁর পুত্র ভানু অম্বেডকর ভবনের পাশে পার্কে বাবাকে পাথর দিয়ে মেরে খুন করেছেন। ইতিমধ্যে যুবককে গ্রেফতার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান, পার্কের পাশেই বিনোদ ও ভানুর বাড়ি। শুক্রবার দুপুরে কথা কাটাকাটি হচ্ছিল বাবা-ছেলের। সেই সময় বাবাকে ধাক্কা মেরে ফেলে দেন ছেলে। তার পর একটি পাথর তুলে নিয়ে বাবার বুকে আঘাত করতে থাকেন ভানু।
গুরুতর জখম অবস্থায় মধ্যবয়স্ক বিনোদকে উদ্ধার করেন স্থানীয়েরা। চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। বিনোদের বোন খবর পেয়ে হাসপাতালে যান। কিন্তু তত ক্ষণে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির।
ঘটনাক্রমে পাহাড়গঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়। বাবাকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় ভানুকে। পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত খুনের কথা স্বীকার করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, সাংসারিক অশান্তিতে বাবার উপর ক্রুদ্ধ ছিলেন তিনি। সেই রাগে খুন করেছেন। ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করে আদালতে হাজির করাচ্ছে পুলিশ।