Delhi Triple Murder

মা, ভাই এবং বোনকে খুন করে থানায় গিয়ে আত্মসমর্পণ যুবকের, কী কারণে হত্যা, জানালেন দিল্লি পুলিশকে

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (পূর্ব) অভিষেক ধনিয়া জানিয়েছেন, অভিযুক্ত যশবীর সিংহ বিকেল ৫টা নাগাদ নিজেই লক্ষ্মীনগর থানায় গিয়ে পুলিশকে মা, ভাই এবং বোনকে খুনের কথা জানিয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৬ ২২:০৮

প্রতীকী ছবি।

মা, বোন এবং নাবালক ভাইকে খুন করার পরে থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন এক যুবক। সোমবার পূর্ব দিল্লির লক্ষ্মীনগরের ঘটনা। দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার (পূর্ব) অভিষেক ধনিয়া জানিয়েছেন, অভিযুক্ত যশবীর সিংহ বিকেল ৫টা নাগাদ নিজেই লক্ষ্মীনগর থানায় গিয়ে পুলিশকে অপরাধের কথা জানিয়েছেন।

Advertisement

দিল্লি পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত প্রথমে তাঁর ১২ বছর বয়সি ভাই, ২৬ বছর বয়সি বোন এবং ৪৫ বছর বয়সি মা’কে মাদক মেশানো পানীয় খাইয়ে দেন। তাঁরা অজ্ঞান হয়ে যাওয়ার পরে, তিন জনের গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন ওই যুবক। প্রাথমিক তদন্তে এবং ধৃতকে জেরা করে জানা গিয়েছে, এই হত্যার মূল কারণ ছিল প্রবল আর্থিক অনটন এবং ঋণের বোঝা।

ডিসিপি অভিষেক জানিয়েছেন, যশবীর একাধিক ব্যক্তি ও সংস্থার থেকে বিপুল পরিমাণে ঋণ নিয়েছিলেন। কিন্তু তা শোধ করতে পারেননি। প্রচণ্ড মানসিক চাপের মুখে নিজের পরিবারের সকলকে হত্যা করার সিদ্ধান্ত নেন তিনি। নিহতদের নাম কবিতা (৪৬), মেঘনা (২৪) এবং মুকুল (১৪)। কবিতা যশবীরের মা। মেঘনা এবং মুকুল, ভাই ও বোন। তদন্তে জানা গিয়েছে, যশবীর আগে ব্যক্তিগত গাড়ির চালক হিসেবে কাজ করতেন। কিন্তু গত ছ’মাস ধরে তাঁর কাজ নেই। যশবীরের বাবা ট্রাকচালক, তিনিও গত কয়েক মাস ধরে পরিবারের সঙ্গে থাকেন না বলে জানা গিয়েছে। তাঁরা আদতে হরিয়ানার বাসিন্দা। প্রকাশিত কয়েকটি সংবাদে দাবি, গত দু’মাসে বেশ কয়েক বার আত্মহত্যার চেষ্টা করছিলেন যশবীর। কিন্তু কোনওবারেই সফল হননি।

Advertisement
আরও পড়ুন