BJP Leader Murder

ফের বিহার, বিজেপি নেতাকে লক্ষ্য করে পর পর গুলি, ঘটনাস্থলেই মৃত্যু! পলাতক দুই আততায়ী

বিজেপির কিসান মোর্চার নেতা সুরেন্দ্রের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনার খবর প্রকাশ্যে আসার পর রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১২:৩৬
After businessman Gopal Khemka death BJP leder killed in Patna

—প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিহারে এ বার খুন হলেন এক বিজেপি নেতা। মাঠে কাজ করার সময় তাঁকে পর পর গুলি করে পালাল দুই আততায়ী। ব্যবসায়ী গোপাল খেমকাকে হত্যার স্মৃতি এখনও টাটকা। সেই আবহে এ বার সেই পটনায় খুন বিজেপি নেতা সুরেন্দ্র কেওয়াত। চলতি বছরেই বিহারের বিধানসভা নির্বাচন। তার আগে পর পর খুনের ঘটনা রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সুরেন্দ্রকে লক্ষ্য করে চারটি গুলি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, বাইকে চেপে এসেছিল দুই আততায়ী। মুখ গামছা দিয়ে ঢাকা। পুলিশ আধিকারিক কানহাইয়া সিংহ জানিয়েছেন, সুরেন্দ্র মাঠে কাজ করছিলেন। সেই সময় তাঁর উপর হামলা চালানো হয়। আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে পটনা এমসে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

বিজেপির কিসান মোর্চার নেতা সুরেন্দ্রের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনার খবর প্রকাশ্যে আসার পর রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। বিহার বিধানসভার বিরোধী দলনেতা তথা আরজেডি নেতা তেজস্বী যাদব খেমকার খুনের প্রসঙ্গ টেনে এনডিএ জোট সরকারকে নিশানা করেন। এক্স পোস্টে তিনি লেখেন, ‘‘বিজেপি নেতা খুন নিয়ে কী বলব? আর কাকেই বা বলব? এনডিএ সরকারের কেউ কি সত্য শুনতে বা ভুল স্বীকার করতে চান?’’

গত ৪ জুলাই পটনায় নিজের বাড়ির সামনে খুন হন খেমকা। ব্যবসায়ীকে খুনের ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই বেশ কয়েক জনকে আটক এবং গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার গ্রেফতার হয়েছেন মূল অভিযুক্ত উমেশ রাইও।

Advertisement
আরও পড়ুন