Telangana Politics

কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা ওয়েইসির! তেলঙ্গানার উপনির্বাচনে মিম প্রধানের অবস্থান ঘিরে জল্পনা

তেলঙ্গানার রাজনীতিতে এই প্রথম কোনও ভোটে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করলেন হায়দরাবাদের সাংসদ তথা মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (মিম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৫:৫৪
AIMIM chief Asaduddin Owaisi backs Congress candidate in Jubilee Hills Assembly bypoll of Telangana

মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। —ফাইল চিত্র।

প্রার্থী না দেওয়ার কথা ঘোষণা করেছিলেন আগেই। এ বার তেলঙ্গানার জুবিলি হিলস্‌ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সে রাজ্যের শাসকদল কংগ্রেসের প্রার্থীকে সমর্থনের কথা ঘোষণা করলেন হায়দরাবাদের সাংসদ তথা মজলিস-ই ইত্তেহাদুল মুসলিমিন (মিম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।

Advertisement

২০২৩ সালের বিধানসভা ভোটে তেলঙ্গানায় কে চন্দ্রশেখর রাওয়ের দল ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) ক্ষমতাচ্যুত হলেও সেকেন্দ্রাবাদের অন্তর্গত জুবিলি হিলসে জিতেছিলেন রাও-ঘনিষ্ঠ মঙ্গতি গোপীনাথ। হারিয়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনকে। টানা তিন বার ভোটে জেতা প্রভাবশালী নেতা গোপীনাথের মৃত্যুর কারণে এ বার সেখানে উপনির্বাচন হচ্ছে। তেলঙ্গানার রাজনীতিতে এই প্রথম কোনও ভোটে কংগ্রেস প্রার্থীকে সমর্থন করলেন ওয়েইসি।

২০২৩ সালে জুবিলি হিলসে ৮০ হাজারের বেশি ভোট পেয়ে জিতেছিলেন গোপীনাথ। দ্বিতীয় স্থানে থাকা আজহারউদ্দিনের সঙ্গে তাঁর ব্যবধান ছিল ১৬ হাজারের বেশি ভোটের। বিজেপি প্রায় ২৬ হাজার এবং মিম প্রায় ৮ হাজার ভোট পেয়েছিল। এ বার কংগ্রেস আজহারউদ্দিনের বদলে নবীন যাদবকে প্রার্থী করেছে। ঘটনাচক্রে, ২০১৪ সালের বিধানসভা ভোটে মিম প্রার্থী হিসেবে লড়ে দ্বিতীয় স্থান পেয়েছিলেন তিনি। ওয়েইসি বলেন, ‘‘জুবিলি হিলসের উন্নয়নের স্বার্থেই আমাদের এই সিদ্ধান্ত। অতীতে যে ভোটাররা বিআরএস-কে ভোট দিয়েছিলেন, তাঁদের কাছে আমরা কংগ্রেসকে সমর্থনের আবেদন জানাচ্ছি।’’ প্রসঙ্গত, এ বার বিহারের বিধানসভা ভোটে আরজেডি-কংগ্রেস-বামেদের জোট মহাগঠবন্ধনের সহযোগী হতে চেয়েছিলেন ওয়েইসি। কিন্তু তাঁর আবেদন আরজেডি প্রধান তেজস্বী যাদব খারিজ করায় একাই ভোটে লড়ছে মিম।

Advertisement
আরও পড়ুন