কোচি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানের জরুরি অবতরণ। —প্রতিনিধিত্বমূলক ছবি।
যান্ত্রিক ত্রুটির জেরে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান কোচি বিমানবন্দরে জরুরি অবতরণ করল। বিমানটি সৌদি আরবের জেড্ডা থেকে কেরলের কোঝিকোড় বিমানবন্দরে যাচ্ছিল। বিমানে ছিলেন ১৬০ জন যাত্রী। তাঁরা প্রত্যেকেই সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা ৭ মিনিটে বিমানটি কোচি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। তার পর বিমানটি পরীক্ষা করে দেখেন বিমানবন্দরের কর্মীরা। দেখা যায় বিমানের ডান দিকের ‘ল্যান্ডিং গিয়ার’ এবং টায়ারে যান্ত্রিক ত্রুটি রয়েছে। মাঝ-আকাশে যান্ত্রিক ত্রুটির বিষয়টি আন্দাজ করেই ঝুঁকি না-নেওয়ার সিদ্ধান্ত নেন পাইলট। তড়িঘড়ি কোচিতে বিমানটির জরুরি অবতরণ করানো হয়।
এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক আধিকারিক জানিয়েছেন, বিকল্প বিমানে যাত্রীদের কোঝিকোড়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে। একান্তই তা সম্ভব না-হলে কোচি বিমানবন্দরেই যাত্রীদের অস্থায়ী ভাবে থাকা-খাওয়ার বন্দোবস্ত করা হবে।