মুম্বই বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা ‘আকাশ এয়ার’-এর বিমানে ধাক্কা পণ্যবাহী ট্রাকের। —ফাইল চিত্র।
মুম্বই বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বিমানে ধাক্কা মারল একটি পণ্যবাহী ট্রাক। সোমবার মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে ছিল বিমান সংস্থা ‘আকাশ এয়ার’-এর একটি বিমান। হঠাৎই পণ্যবাহী একটি ট্রাক দাঁড়িয়ে থাকা বিমানে গিয়ে ধাক্কা মারে।
এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানের একটি ডানা। একাধিক ছবি এবং ভিডিয়োয় দেখা গিয়েছে বিমানের ডানার শেষ প্রান্ত ভেঙে ঢুকে গিয়েছে ট্রাকটির ভিতরে। যদিও এগুলির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ট্রাকটি চালাচ্ছিলেন ত়ৃতীয় পক্ষের মাধ্যমে নিযুক্ত এক চালক। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই সবিস্তার তদন্ত শুরু হয়েছে। খতিয়ে দেখা হয়েছে বিমানের ক্ষয়ক্ষতির পরিমাণও। কী ভাবে ট্রাকটি বিমানের কাছে চলে এল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
এই ঘটনা প্রসঙ্গে ‘আকাশ এয়ার’-এর মুখপাত্র জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত বিমানটির ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে ট্রাকচালকের ভূমিকাও।