Molestation in Night Club

নৈশক্লাবে যাওয়া মহিলার সঙ্গে একান্তে দেখা করতে চান মালিক! রাজি না হওয়ায় শ্লীলতাহানির অভিযোগ রাজস্থানে

নৈশক্লাবে যাওয়ার পরে সেখানকার এক কর্মী একটি মোবাইল নম্বর লেখা চিরকুট মহিলার কাছে দিয়ে যান। তাঁকে বলা হয়, নম্বরটি নৈশক্লাবের মালিকের। মহিলার সঙ্গে ওই ব্যক্তি নিজস্ব কেবিনে একান্তে দেখা করতে চান।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২৫ ১২:৩৬
এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে।

এই ধরনের খবরের ক্ষেত্রে আসল ছবি প্রকাশে আইনি নিষেধাজ্ঞা থাকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

রাজস্থানের জয়পুরে এক নৈশক্লাবে মহিলার শ্লীলতাহানির অভিযোগ উঠল মালিকের বিরুদ্ধে। অভিযোগ, ওই নৈশক্লাবের মালিক মহিলার সঙ্গে একান্তে দেখা করতে চেয়েছিলেন। মহিলা তাতে রাজি না হওয়াতেই নৈশক্লাবের মালিক এবং সেখানকার এক কর্মী তাঁকে যৌনহেনস্থা করেন বলে অভিযোগ। মহিলার স্বামীকেও মারধর করার অভিযোগ উঠেছে।

Advertisement

জয়পুরের বাসিন্দা ওই মহিলা গত সপ্তাহে তাঁর স্বামীর সঙ্গে ওই নৈশক্লাবে গিয়েছিলেন। অভিযোগ, তাঁরা নৈশক্লাবে যাওয়ার পরে সেখানের এক কর্মী একটি মোবাইল নম্বর লেখা চিরকুট মহিলার কাছে দিয়ে যান। তাঁকে বলা হয়, নম্বরটি নৈশক্লাবের মালিকের। মহিলার সঙ্গে ওই ব্যক্তি নিজস্ব কেবিনে একান্তে দেখা করতে চান। কিন্তু সেই প্রস্তাবে রাজি হননি মহিলা। কিছু ক্ষণ পরে ওই মহিলা নৈশক্লাবের শৌচালয়ের দিকে যান। অভিযোগ, সেখানে ক্লাবের মালিক, ম্যানেজার এবং আরও বেশ কয়েক জন তাঁকে ঘিরে ধরেন। তাঁর সঙ্গে অভব্য আচরণ করা হয় বলে অভিযোগ। শুধু তা-ই নয়, ক্লাবের মালিক এবং এক কর্মী তাঁর শ্লীলতাহানি করেন বলেও অভিযোগ।

মহিলা চিৎকার করলে তাঁর স্বামীও সে দিকে ছুটে যান। অভিযোগ, সেই সময় তাঁকেও মারধর করা হয়। ওই ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যে এফআইআর রুজু করে পুলিশ। ঘটনার তদন্তও শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও গ্রেফতারির খবর মেলেনি। জয়পুরের অতিরিক্ত পুলিশ কমিশনার বলরাম চৌধরি বলেন, “ঘটনার সময়ের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। অভিযুক্তদের মোবাইলের তথ্য খতিয়ে দেখা হচ্ছে। তাঁরা ওই সময় কোথায় ছিলেন, তা মোবাইলের নথি দেখে জানার চেষ্টা হচ্ছে। অভিযুক্তেরা সেই সময় ফোনে কাদের সঙ্গে কথা বলেছিলেন, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগকারীদের বয়ান ইতিমধ্যে সংগ্রহ করেছেন তদন্তকারীরা।”

Advertisement
আরও পড়ুন