Maharashtra Ambulance

মাঝরাস্তায় নামিয়ে দিলেন অ্যাম্বুল্যান্স চালক, সদ্যোজাত সন্তানকে নিয়ে দু’কিমি হেঁটে বাড়ি ফিরলেন মহিলা

পুলিশ সূত্রে খবর, পালঘরের আমলা গ্রামের এক মহিলা সবিতা বরাট প্রসবযন্ত্রণা নিয়ে মাখোড়া গ্রামীণ হাসপাতালে ১৯ নভেম্বর ভর্তি হয়েছিলেন। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় জেলা হাসপাতালে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৫ ১৫:০৫
ছবি: এআই সহায়তায় প্রণীত।

ছবি: এআই সহায়তায় প্রণীত।

সদ্যোজাত সন্তানকে নিয়ে হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্সে করে বাড়ি ফিরছিলেন মহিলা। কিন্তু তাঁদেরকে মাঝপথেই নামিয়ে দেওয়ার অভিযোগ উঠল চালকের বিরুদ্ধে। সন্তানকে নিয়ে মাঝরাস্তায় অসহায় ভাবে দাঁড়িয়ে থাকেন মহিলা, তাঁর মা এবং শাশুড়ি। কোনও উপায় না দেখে শেষমেশ দু’কিলোমিটার হেঁটে বাড়িতে পৌঁছোন তাঁরা। এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে গিয়েছে। ঘটনাটি মহারাষ্ট্রের পালঘরের।

Advertisement

পুলিশ সূত্রে খবর, পালঘরের আমলা গ্রামের এক মহিলা সবিতা বরাট প্রসবযন্ত্রণা নিয়ে মাখোড়া গ্রামীণ হাসপাতালে ১৯ নভেম্বর ভর্তি হয়েছিলেন। সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় জেলা হাসপাতালে। সেখানে এক পুত্রসন্তানের জন্ম দেন মহিলা। ২৪ নভেম্বর মহিলাকে ছেড়ে দেন হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল থেকেই একটি অ্যাম্বুল্যান্স ভাড়া করেন সবিতা। কিন্তু অভিযোগ, হাসপাতাল থেকে বাড়িতে পৌঁছে দেওয়ার আগেই অ্যাম্বুল্যান্স চালক জানিয়ে দেন, তিনি আর যেতে পারবেন না। এই নিয়ে কিছুটা তর্ক-বিতর্ক হলেও কোনও লাভ হয়নি। অ্যাম্বুল্যান্স চালক সবিতাদের মাঝপথে নামিয়ে দিয়ে চলে যান। শেষমেশ হেঁটেই সন্তানকে নিয়ে বাড়িতে পৌঁছোন সবিতা।

এই ঘটনা প্রকাশ্যে আসতেই হুলস্থুল পড়ে যায়। স্থানীয়েরা এই ঘটনার প্রতিবাদে রাস্তা অবরোধ করেন। জেলা স্বাস্থ্য আধিকারিকের কাছে এই খবর পৌঁছোতেই তিনি তদন্তের নির্দেশ দিয়েছেন। অ্যাম্বুল্যান্স চালকের বিরুদ্ধে আইনি পদক্ষেপের নির্দেশ দিয়েছেন।

Advertisement
আরও পড়ুন