Operation Sindoor

হঠাৎ নয়াদিল্লিতে সৌদি আরবের মন্ত্রী! ভারত-পাক যুদ্ধ ঠেকাতেই কি জয়শঙ্করের সঙ্গে বৈঠকে?

সৌদি বিদেশ দফতরের তরফে একটি এক্স পোস্টে লেখা হয়েছে, ‘‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে অনমনীয় ভাবে লড়াই করার বিষয়ে ভারতের সঙ্গে মতবিনিময় হয়েছে।’’

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ১২:৩৫
(বাঁ দিকে) আদেল আল-জুবের, এস জয়শঙ্কর (ডান দিকে)।

(বাঁ দিকে) আদেল আল-জুবের, এস জয়শঙ্কর (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

পূর্বঘোষিত কোনও সফরসূচি ছিল না। কিন্তু হঠাৎ নয়াদিল্লিতে হাজির হলেন সৌদি আরবের বিদেশ প্রতিমন্ত্রী আদেল আল-জুবের। তড়িঘড়ি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকও করলেন তিনি।

Advertisement

পহেলগাঁও হত্যাকাণ্ডের ১৫ দিনের মাথায় পাক অধিকৃত কাশ্মীর এবং পঞ্জাব প্রদেশের ন’টি জঙ্গিডেরায় ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ ঘিরে ইতিমধ্যেই উত্তেজনার পারদ চড়েছে উপমহাদেশে। এই আবহে আদেলের এই সফরকে ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন কূটনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। তাঁদের মতে, নয়াদিল্লি-ইসলামাবাদ উত্তেজনা প্রশমনের লক্ষ্যেই আমেরিকার গুরুত্বপূর্ণ বন্ধুরাষ্ট্র সৌদির মন্ত্রীর এই হঠাৎ সফর।

সৌদি বিদেশ দফতরের তরফে একটি এক্স পোস্টে লেখা হয়েছে, ‘‘ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন আদেল। সন্ত্রাসবাদের বিরুদ্ধে অনমনীয় ভাবে লড়াই করার বিষয়ে ভারতের সঙ্গে মতবিনিময় হয়েছে।’’ তাৎপর্যপূর্ণ ভাবে ভারতীয় সেনার অভিযান ঘিরে নয়াদিল্লি-ইসলামাবাদ সংঘাতের আবহে বুধবার গভীর রাতে ভারতে এসেছেন ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি। পশ্চিম এশিয়ায় দীর্ঘ কয়েক দশক ধরেই যারা সৌদির অন্যতম শত্রু বলে পরিচিত।

Advertisement
আরও পড়ুন