Bizarre Incident

স্টেশনই ‘অপারেশন থিয়েটার’! চুলের ক্লিপ, ছোট্ট ছুরি দিয়ে প্রসব করিয়ে মনে করালেন র‌্যাঞ্চোকে

প্রসবের পর মা এবং সদ্যোজাতকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, দু’জনই সুস্থ রয়েছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৫ ১৮:৫০
An army Doctor deliver baby at Jhansi railway platform with help of hair clip and pocket knife

ঝাঁসীর স্টেশনে সন্তানপ্রসব মহিলার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এ যেন বাস্তবের র‌্যাঞ্চো। ‘থ্রি ইডিয়টস্’ সিনেমার বাস্তবায়ন দেখল ঝাঁসীর রেলওয়ে স্টেশন।

Advertisement

হাতের কাছে কিছু নেই। মাথার চুল বাঁধার ক্লিপ এবং পকেটছুরি দিয়ে এক গর্ভবতী মহিলার সন্তানপ্রসব করালেন ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত এক চিকিৎসক। হতবাক হয়ে দেখলেন পথচারীরা। অভিভূত নবজাতকের বাবা-মা!

উত্তর-পূর্ব রেলের ঝাঁসি বিভাগের জনসংযোগ আধিকারিক মনোজকুমার সিংহ জানান, পানভেল-গোরক্ষপুর এক্সপ্রেসে সওয়ারি এক গর্ভবতী মহিলার আচমকাই প্রসবযন্ত্রণা ওঠে। পরিস্থিতি বুঝে ট্রেনে থাকা রেলকর্মীরা ওই মহিলাকে ঝাঁসী স্টেশনে নামিয়ে দেন। ওই অবস্থায় তাঁকে হুইলচেয়ারে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন স্টেশনে থাকা রেলকর্মীরা। কিন্তু ওই মহিলার অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে।

সেই সময় ট্রেন ধরার জন্য ঝাঁসী স্টেশনে অপেক্ষা করছিলেন রোহিত বাচওয়াল নামে এক তরুণ চিকিৎসক। তিনি সেনাবাহিনীতে কাজ করেন। ওই মহিলার পরিস্থিতি দেখে স্বতঃপ্রণোদিত ভাবে এগিয়ে আসেন। মহিলাকে পরীক্ষা করে জানান, হাসপাতালে নিয়ে যেতে গেলে তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হতে পারে। তৎক্ষণাৎ তিনি সিদ্ধান্ত নেন প্ল্যাটফর্মেই সন্তানপ্রসব করাবেন।

রোহিতের কথায়, ‘‘হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগ না-থাকায় সন্তানপ্রসবের জন্য আমার কাছে থাকা ন্যূনতম সরঞ্জামের উপরই নির্ভর করতে হয়েছিল। মা এবং শিশুটির জীবন ঝুঁকিপূর্ণ ছিল। সেই ক্ষেত্রে প্রতি সেকেন্ড মূল্যবান। সময় নষ্ট না-করে আমি চুলের ক্লিপ দিয়ে নাড়ি (আম্বিলিক্যাল কর্ড) আটকাই এবং পকেটছুরি দিয়ে তা কেটে ফেলি।’’ প্রসবের পর মা এবং সদ্যোজাতকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা পরীক্ষা করে জানান, দু’জনই সুস্থ রয়েছেন।

Advertisement
আরও পড়ুন