Nagpur

প্রেমিকার শেষকৃত্যে পৌঁছোলেন মত্ত প্রেমিক, ঝাঁপ দিতে গেলেন চিতায়! মারধর করে তাড়ালেন শ্মশানযাত্রীরা

পুলিশ সূত্রে খবর, যুবককে ধরে তার পর মারধর করা হয় বলে অভিযোগ। সোমবার বিকেল ৪টের সময় শ্মশানে পৌঁছে যান বছর সাতাশের অনুরাগ রাজেন্দ্র মেশ্রাম।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ জুন ২০২৫ ১৭:২৬
প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

মহারাষ্ট্রের নাগপুরে এক তরুণী আত্মহত্যা করেন। শোকবিহ্বল প্রতিবেশী এবং বাড়ির লোকেরা তাঁর দেহ নিয়ে শ্মশানে পৌঁছোন। চিতা সাজানোর পর শেষকৃত্য সবে শুরু হয়েছিল। ঠিক তখনই সেখানে হাজির হন তরুণীর প্রেমিক। শোকস্তব্ধ আবহে কেউই ওই যুবককে খেয়াল করেনি। আচমকাই তিনি টলতে টলতে প্রেমিকার চিতার সামনে হাজির হন। কেউ কিছু বুঝে ওঠার আগেই সকলের সামনেই জ্বলন্ত চিতায় ঝাঁপ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তার আগেই তাঁকে ধরে ফেলেন শ্মশানযাত্রীরা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, যুবককে ধরে তার পর মারধর করা হয় বলে অভিযোগ। সোমবার বিকেল ৪টের সময় শ্মশানে পৌঁছে যান বছর সাতাশের অনুরাগ রাজেন্দ্র মেশ্রাম। স্থানীয় সূত্রে খবর, যে তরুণীর মৃত্যু হয়েছে, সেই তরুণীর সঙ্গে অনুরাগের প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার মৃত্যুর খবর পেয়েই শ্মশানে হাজির হয়েছিলেন অনুরাগ। তার পর নিজেও আত্মহত্যার চেষ্টা করেন। কিন্তু সেখানে উপস্থিত লোকজনের তৎপরতায় তাঁর সেই চেষ্টা ব্যর্থ হয়। তার পর যুবককে মারধর করা হয় বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, তরুণীর আত্মহত্যার কারণ এখনও স্পষ্ট নয়। প্রেমঘটিত কারণেই আত্মহত্যা করেছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। অনুরাগকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকেও জেরা করা হচ্ছে। তরুণীর মৃত্যুর নেপথ্যে অনুরাগ কি না, তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Advertisement
আরও পড়ুন