Note Ban

‘মোদীর সরকারের কাছে সুপারিশ করেছিলাম নোটবন্দির! আবারও তা প্রয়োজন’, দাবি শরিক চন্দ্রবাবুর

২০১৬ সালের নোটবন্দির সময় চন্দ্রবাবু এনডিএ-তে ছিলেন। নীতি আয়োগের অধীনে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিনিধিদের একটি কমিটির নেতৃত্বেও ছিলেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ২৩:১৪
(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং চন্দ্রবাবু নায়ডু (ডান দিকে)।

(বাঁ দিকে) নরেন্দ্র মোদী এবং চন্দ্রবাবু নায়ডু (ডান দিকে)। —ফাইল চিত্র।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের কাছে নোটবন্দির সওয়াল করলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটের দ্বিতীয় বৃহত্তম দল তেলুগু দেশম পার্টি (টিডিপি)-র রায়লসীমা অঞ্চলের কাডাপা জেলায় এক কর্মসূচিতে নোটবন্দির সওয়াল করেন।

Advertisement

২০১৬ সালে ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল করে বিতর্কের মুখে পড়েছিল মোদী সরকার। চন্দ্রবাবুর দাবি, সে সময় তিনিই ওই পরামর্শ দিয়েছিলেন কেন্দ্রকে। নোটবন্দির এক দশক পরে অন্ধ্রের মুখ্যমন্ত্রীর দাবি, ৫০০স ১০০০-এর মতো বড় নোটের ব্যবহার বন্ধ করা হলে প্রশাসন, রাজনীতি-সহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি কমবে! তাই তিনি ওই সুপারিশ করেছিলেন। চন্দ্রবাবু বলেন, ‘‘দুর্নীতি বন্ধ করার জন্য সমস্ত ক্ষেত্রে পুরোপুরি ভাবে ডিজিটাল মুদ্রার ব্যবহার চালু করা উচিত!’’

২০১৬ সালের নোটবন্দির সময়ও চন্দ্রবাবু এনডিএ-তে ছিলেন। সে সময় নীতি আয়োগের অধীনে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী, বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট অন্যান্য প্রতিনিধিদের একটি কমিটির নেতৃত্বেও ছিলেন তিনি। ওই কমিটি দেশে দ্রুত মুদ্রাবিহীন অর্থনীতি রূপান্তরের জন্য একটি পথনির্দেশিকা তৈরির দায়িত্বে ছিল। প্রায় এক দশক পরে কেন নতুন করে নোটবন্দি চেয়ে চন্দ্রবাবুর মন্তব্য, ‘‘২০০০ বা ৫০০-র মতো বড় অঙ্কের নোট বাতিল করলে খুব সহজেই দুর্নীতিগ্রস্তদের ধরা সম্ভব হবে।’’

Advertisement
আরও পড়ুন