— প্রতিনিধিত্বমূলক চিত্র।
রাজ্য জুড়ে ফের জাঁকিয়ে শীতের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে আগামী দু’দিনে তাপমাত্রা আরও খানিকটা কমতে পারে। পারদ থাকবে স্বাভাবিকের নীচেই। সঙ্গে উত্তুরে হাওয়ার দাপট চলবে। আপাতত পৌষ সংক্রান্তি থেকে মাঘ মাসের শুরুর কয়েক দিন এমনটাই থাকবে আবহাওয়া।
হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে। বৃহস্পতিবার নতুন করে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। তার আগে মঙ্গলবার বিকেল থেকেই রাজ্যে শুরু হয়ে যাবে উত্তুরে হাওয়ার দাপট। তার জেরে আগামী দু’দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ফলে এখনই ঠান্ডা কমার সম্ভাবনা নেই। সংক্রান্তিতেও থাকবে জাঁকিয়ে শীত।
আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি নীচে থাকবে। এর মাঝে সর্বনিম্ন তাপমাত্রায় বড়সড় হেরফের হবে না। অর্থাৎ, পারদ থাকবে স্বাভাবিকের নীচেই। উত্তরবঙ্গে অবশ্য আগামী সাত দিনে রাতের তাপমাত্রা বিশেষ ওঠানামার সম্ভাবনা নেই। এ ছাড়া, রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতাও রয়েছে। আগামী চার দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কোথাও কোথাও দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে যেতে পারে। উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকবে। চার জেলায় ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার দাপট চলবে। দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ মিটারে।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় মঙ্গলবার তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি বেড়েছে। মঙ্গলবার ভোরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৩.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি কম। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৭ ডিগ্রি, স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম।