Bombay High Court

গাজ়া এবং প্যালেস্টাইন নিয়ে কথা বলা দেশপ্রেম নয়! বম্বে হাই কোর্ট ‘দেশপ্রেমিক’ হতে বলল সিপিএমকে

গাজ়া ভূখণ্ডে ইজ়রায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে মুম্বইয়ের আজ়াদ ময়দানে প্রতিবাদ সভা করতে চেয়েছিল বাম প্রভাবিত সংগঠন ‘অল ইন্ডিয়া পিস অ্যান্ড সলিডারিটি ফাউন্ডেশন’। কিন্তু মুম্বই পুলিশ ওই সভা করার অনুমতি দেয়নি। এর বিরুদ্ধে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল সিপিএম।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ জুলাই ২০২৫ ১১:৫৫
সিপিএমকে দেশপ্রেমিক হতে বলল বম্বে হাই কোর্ট।

সিপিএমকে দেশপ্রেমিক হতে বলল বম্বে হাই কোর্ট। —ফাইল চিত্র।

দেশপ্রেমিক হয়ে উঠুন! একটি মামলায় সিপিএমের উদ্দেশে মন্তব্য বম্বে হাই কোর্টের। গাজ়া ভূখণ্ডে ইজ়রায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তুলে মুম্বইয়ের আজ়াদ ময়দানে প্রতিবাদ সভা করতে চেয়েছিল বাম প্রভাবিত সংগঠন ‘অল ইন্ডিয়া পিস অ্যান্ড সলিডারিটি ফাউন্ডেশন’ (এআইপিএসএফ)। কিন্তু মুম্বই পুলিশ ওই সভা করার অনুমতি দেয়নি। এর বিরুদ্ধে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল সিপিএম। শুক্রবার বিচারপতি রবীন্দ্র ঘুগে এবং বিচারপতি গৌতম আনখড়ের বেঞ্চে মামলাটির শুনানি হয়। সিপিএমের হয়ে আদালতে সওয়াল করেন প্রবীণ আইনজীবী মিহির দেশাই।

Advertisement

ওই মামলায় হাই কোর্টের পর্যবেক্ষণ, “আমাদের দেশে অনেক বিষয় নিয়ে কাজ করার আছে। আমরা এই ধরনের কিছু চাই না।” সিপিএমের উদ্দেশে দুই বিচারপতির বেঞ্চের মন্তব্য, “দুঃখের সঙ্গে জানাচ্ছি আপনারা সবাই অদূরদর্শী। আপনারা গাজ়া এবং প্যালেস্টাইনের দিকে তাকিয়ে রয়েছেন। কেন নিজেদের দেশের জন্য কিছু করছেন না? দেশপ্রেমিক হয়ে উঠুন। গাজ়া এবং প্যালেস্টাইনের জন্য কথা বলা দেশপ্রেম নয়।”

একই সঙ্গে সিপিএমের উদ্দেশে উচ্চ আদালতের পর্যবেক্ষণ, “আমাদের দেশেই অনেক বিষয় আছে। আপনারা এই দেশের স্বীকৃত সংগঠন। আবর্জনা জমা হওয়া, দূষণ, নর্দমা পরিষ্কার, বন্যার মতো বিষয় নিয়ে কথা বলতে পারেন। আমরা এগুলির উদাহরণ দিলাম মাত্র। আপনারা এগুলি নিয়ে প্রতিবাদ করছেন না। অথচ কয়েক হাজার মাইল দূরে কী হচ্ছে, তা নিয়ে প্রতিবাদ করছেন।” সভা সংক্রান্ত সিপিএমের পুলিশের বিরুদ্ধে করা আর্জিও খারিজ করে দেয় বম্বে হাই কোর্ট।

বম্বে হাই কোর্টের এই পর্যবেক্ষণের নিন্দা করেছে সিপিএমের পলিটব্যুরো। দলের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, আদালতের পর্যবেক্ষণ অসাংবিধানিক। বিষয়টি রাষ্ট্রপুঞ্জ, আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে), মহাত্মা গান্ধীর প্যালেস্টাইন সংক্রান্ত অবস্থানের বিরোধী বলেও দাবি করেছে তারা।

Advertisement
আরও পড়ুন