Air India Express

ব্যাগ সরাতে বলেছিলেন কেবিন ক্রু, রাগে বিমান ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়ে ধৃত এয়ার ইন্ডিয়ার যাত্রী!

গত মঙ্গলবার দুপুরে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুরতের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স২৭৪৯ বিমানটি। সেই বিমানেই ঘটে এই কাণ্ড।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ১৩:২৬
Bengaluru doctor arrested allegedly misbehaved with cabin crew in Air India Express plane over bag space

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কেবিন ক্রুদের সঙ্গে অভব্য ব্যবহারের অভিযোগে গ্রেফতার বেঙ্গালুরুর মহিলা চিকিৎসক। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

বিমানে ব্যাগ রাখার জায়গা নিয়ে কেবিন ক্রুদের সঙ্গে বচসায় জড়ান এক মহিলা চিকিৎসক। অভিযোগ, বিমানকর্মীদের সঙ্গে অভব্য ব্যবহারও করেন তিনি। এমনকি, বিমান ধ্বংস করার হুমকিও দেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হলেন ওই মহিলা যাত্রী।

Advertisement

গত মঙ্গলবার দুপুরে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুরতের উদ্দেশে রওনা দিয়েছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের আইএক্স২৭৪৯ বিমানটি। সেই বিমানেরই যাত্রী ছিলেন হিরাল মোনভাই। বেঙ্গালুরু বিমানবন্দর ছাড়ার কয়েক মিনিট পড়েই তিনি কেবিন ক্রুদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন।

সূত্রের খবর, হিরালের আসন ছিল ২০এফ। কিন্তু নিজের আসনে বসার আগে তিনি বিমানের সামনের দিকে নিজের ব্যাগ রেখেছিলেন। এই নিয়ে আপত্তি জানান ওই বিমানের কেবিন ক্রুরা। তাঁরা অভিযুক্তকে নিজের আসনের উপরে লাগেজ কম্পার্টমেন্টে ব্যাগ রাখতে বলেন। তাতেই রেগে যান হিরাল। তিনি ব্যাগ সরাতে নারাজ ছিলেন। পাইলটের শত অনুরোধেও চিঁড়ে ভেজেনি। সফররত অবস্থায় চিৎকার চেঁচামেচি করতে থাকেন। পরিস্থিতি আরও খারাপ হয়ে ওঠে, যখন হিরাল বিমান ধ্বংস করে দেওয়ার হুমকি দেন! মহিলা চিকিৎসকের এই হুমকির পরেই আতঙ্কিত হয়ে পড়েন অন্য যাত্রীরা।

বেঙ্গালুরুর বাসিন্দা ওই চিকিৎসকের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেফতার করেছে।

Advertisement
আরও পড়ুন