প্রতীকী ছবি।
বেঙ্গালুরুতে জিমের এক মহিলা প্রশিক্ষককে লাগাতার হেনস্থার অভিযোগ উঠল হরিয়ানার এক যুবকের বিরুদ্ধে। প্রশিক্ষকের অভিযোগ, এক বছর ধরে তাঁকে নানা ভাবে উত্ত্যক্ত করছেন ওই যুবক। তাঁর পিছু নেন। বাড়ি থেকে জিমে যাওয়ার রাস্তায় সর্ব ক্ষণ তাঁর উপরে নজরদারি চালান। শুধু তা-ই নয়, এক দিন বাড়িতে জোর করে ঢোকারও চেষ্টা করেন। হরিয়ানার ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
ঘটনার সূত্রপাত ২০২৫ সালের মার্চ। জিম প্রশিক্ষকের অভিযোগ, প্রতি দিন তিনি যখন জিমে যেতেন, তখন এক যুবক তাঁকে অনুসরণ করতেন। প্রথম প্রথম তিনি বিষয়টিতে গুরুত্ব দিতে চাননি। কিন্তু বিষয়টি ক্রমে বাড়তে শুরু করে। তরুণীর অভিযোগ, এক দিন হঠাৎ তিনি ইনস্টাগ্রামে মেসেজ পান। সেখানে তাঁর উদ্দেশে অশ্লীল মন্তব্য করা হয়। কুপ্রস্তাব দেওয়া হয়। ওই যুবককে ব্লক করে দেওয়ার পরে হোয়াট্সঅ্যাপে হুমকি আসতে থাকে। আরও অভিযোগ, ওই যুবক এই বার্তাও পাঠান যে, তরুণীকে তিনি কী ভাবে হেনস্থা করতে চাইছেন, কী ভাবে তাঁকে উত্ত্যক্ত করতে ইচ্ছুক।
বিষয়টি যখন বাড়াবাড়ির পর্যায়ে পৌঁছোয়, তখন তরুণী পুলিশের দ্বারস্থ হন। অভিযোগ, ওই যুবক তরুণীর জিমেও যাওয়া শুরু করেন। সেখানেও তাঁকে হেনস্থা করা হয়। প্রশিক্ষকের কাছ থেকে অভিযোগ পেয়েই হরিয়ানার ওই যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।