Bangladesh Cricket Chaos

বাংলাদেশের পাশে নেই পাকিস্তান! টি-টোয়েন্টি বিশ্বকাপে পাক দলের না খেলার জল্পনায় জল ঢাললেন পাক বোর্ডেরই এক কর্তা

পাকিস্তানের সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপ বিতর্কে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। সেই ঘটনা নিয়ে মুখ খুললেন পাক বোর্ডের এক কর্তা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৫:৩৫
cricket

মহসিন নকভি। —ফাইল চিত্র।

জল্পনা উড়িয়ে দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক কর্তা। গত দু’দিন ধরে পাকিস্তানের সংবাদমাধ্যম দাবি করছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপ বিতর্কে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। বাংলাদেশের সমস্যার সমাধান না হলে তারাও বিশ্বকাপে খেলা নিয়ে ভাববে। আপাতত ক্রিকেটারদের অনুশীলন বন্ধের নির্দেশও নাকি দিয়েছে মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ড। সেই জল্পনা উড়িয়ে দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডেরই ওই কর্তা।

Advertisement

মঙ্গলবার ‘জ়ি নিউজ়’-কে ওই কর্তা বলেন, “না, পাকিস্তান ক্রিকেট বোর্ড এ রকম কিছু বলেনি।” ওই কর্তা আরও জানান, বিশ্বকাপে তো পাকিস্তান সব ম্যাচ শ্রীলঙ্কার মাটিতে খেলবে। যখন ভারতের মাটিতে পাকিস্তান খেলছেই না, তা হলে কেন নাম প্রত্যাহারের হুমকি দেবে? এ সব গুজব ছড়িয়েছে। এ রকম কোনও কথাই হয়নি।

রবিবার পাকিস্তানের সংবাদমাধ্যম ‘জিয়ো নিউজ়’ জানিয়েছিল, পাকিস্তানের থেকে ক্রিকেটীয় এবং প্রশাসনিক সাহায্য চেয়েছে বাংলাদেশ। আইসিসি-তে যাতে বাংলাদেশের দাবি আদায়ে লড়াই করে পাকিস্তান, সেটাও চাওয়া হয়েছে। এক সূত্র বলেছেন, “বাংলাদেশ সরকার পাকিস্তান বোর্ডের সঙ্গে যোগাযোগ করেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নিয়ে পাকিস্তান যাতে বাংলাদেশের পাশে দাঁড়ায় সেই অনুরোধ করা হয়েছে। আপাতত ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে বাংলাদেশ। পাকিস্তান নাকি এ কথাও বলেছে, যদি বাংলাদেশের সমস্যা না মেটানো হয় তা হলে তারা নিজেরাই বিশ্বকাপ থেকে নাম তুলে নিতে পারে।”

সোমবার ‘জিয়ো নিউজ়’ জানায়, আপাতত বিশ্বকাপের প্রস্তুতি বন্ধ করে দিয়েছে পাকিস্তান। রিপোর্টে বলা হয়, আপাতত অনুশীলন বন্ধ রাখা হয়েছে। শীঘ্রই এই বিষয়ে দলকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন নকভি। যদি পাকিস্তান শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলতে না আসার সিদ্ধান্ত নেয়, তা হলে পরবর্তী পদক্ষেপ কী হবে, সেই বিষয়েও দলকে তৈরি থাকতে বলা হয়েছে।

ভারতে বিশ্বকাপ খেলতে আসার বিষয়ে বাংলাদেশের মূল চিন্তা ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, সমর্থক ও গণমাধ্যমের কর্মীদের সুরক্ষা। পাকিস্তান জানিয়েছে, বাংলাদেশের এই চিন্তা অমূলক নয়। যদি এই সমস্যার সমাধান না হয় তা হলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে আসার বিষয়ে ভাববে বলে জানিয়েছেন পাক বোর্ডের কর্তারা। যদিও পাকিস্তান ক্রিকেট বোর্ড সরকারি ভাবে কিছু জানায়নি। অবশেষে বোর্ডের এক কর্তা জানিয়ে দিলেন, সব জল্পনা ভুয়ো।

Advertisement
আরও পড়ুন