Chhattisgarh Blast

ছত্তীসগঢ়ে স্পঞ্জ আয়রন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ! ছয় শ্রমিকের মৃত্যু, আহত পাঁচ

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কারখানার ডাস্ট সেটলির চেম্বার (ডিএসসি)-এ বিস্ফোরণ হয়। তার জেরে গলিত লোহা ছিটকে পড়ে শ্রমিকদের উপর। ঘটনাস্থলেই ঝলসে মৃত্যু হয় ছয় শ্রমিকের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৭:০৪
Blast in Chhattisgarh Sponge Iron factory, many workers killed

বিস্ফোরণের পর ছত্তীসগঢ়ের সেই স্পঞ্জ আয়রন কারখানা। ছবি: সংগৃহীত।

ছত্তীসগঢ়ের একটি স্পঞ্জ আয়রন কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই ঘটনায় ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন পাঁচ শ্রমিক। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে রাজ্যের বলোদাবাজা-ভাটাপাড়া জেলায়।

Advertisement

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, কারখানার ডাস্ট সেটলির চেম্বার (ডিএসসি)-এ বিস্ফোরণ হয়। তার জেরে গলিত লোহা ছিটকে পড়ে শ্রমিকদের উপর। ঘটনাস্থলেই ঝলসে মৃত্যু হয় ছয় শ্রমিকের। আহত হন আরও পাঁচ শ্রমিক। খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ এবং উদ্ধারকীরা দল। স্বাস্থ্যমন্ত্রী শ্যামবিহারী জয়সওয়াল আহতদের সব রকম চিকিৎসার ব্যবস্থা করতে জেলাশাসককে নির্দেশ দিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে ডিএসসি ইউনিটে কাজ করছিলেন। সেখানে মূলত লোহার গুঁড়ো গলানো হয়। যেখানে লোহার গুঁড়ো গলানো হয়, সেই চেম্বার আচমকাই ফেটে যায়। বিকট শব্দ শুনে কারখানায় হুলস্থুল পড়ে যায়। শ্রমিকেরা আতঙ্কে কারখানার বাইরে বেরিয়ে আসেন। কিন্তু কী ভাবে চেম্বারে বিস্ফোরণ হল, কারও কোনও গাফিলতি ছিল, না কি যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা তা খতিয় দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement
আরও পড়ুন