ভারতের ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র। —ফাইল চিত্র।
‘অপারেশন সিঁদুর’-এর সময়ে আকাশপথে পাকিস্তানের হামলা প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ও কার্যকরী ভূমিকা নিয়েছিল ভারতের ‘আকাশ’ প্রতিরক্ষা ব্যবস্থা। ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র (তার নামও আকাশ) ছুড়ে শত্রুর আক্রমণ প্রতিহত করার এই ভ্রাম্যমাণ ব্যবস্থা তৈরি করেছে ভারতেরই প্রতিরক্ষা গবেষণা সংস্থা ডিআরডিও। ‘সিঁদুর’-এর সাফল্যের পরে সেই ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা’ কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ব্রাজ়িল সরকার। সেই সঙ্গে ‘স্করপিন’ শ্রেণির ডুবোজাহাজ রক্ষণাবেক্ষণে দ্বিপাক্ষিক সহযোগিতা ও ভারতের উপকূল প্রতিরক্ষার রেডার ব্যবস্থার দিকেও চোখ রয়েছে তাদের।
ভারতের বিদেশ মন্ত্রকের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে। ‘ব্রিকস’ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি সপ্তাহেই পৌঁছবেন ব্রাজ়িলের রিয়ো ডি জেনিরোয়। ব্রাজ়িলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তাঁর পার্শ্ববৈঠকও হওয়ার কথা। সেই বৈঠকে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতার কথা উঠবে বলে জানিয়েছেন বিদেশ মন্ত্রকের সচিব (পূর্ব) পি কুমারন। ফলে ভারতের প্রতিরক্ষা বাণিজ্যের ক্ষেত্রে বিষয়টি আলাদা তাৎপর্য পাচ্ছে। মোদীর সফর প্রসঙ্গে কুমারন বলেন, ‘‘প্রতিরক্ষা সহযোগিতা, যৌথ গবেষণা ও প্রশিক্ষণ নিয়ে আলোচনা হবে বৈঠকে। যুদ্ধক্ষেত্রের যোগাযোগ ব্যবস্থা, গভীর সমুদ্রে টহলদারির জাহাজ (অফশোর পেট্রলিং ভেসেল), স্করপিন শ্রেণির ডুবোজাহাজ রক্ষণাবেক্ষণে পারস্পরিক সহযোগিতা, ভারতের ‘আকাশ’ এয়ার ডিফেন্স সিস্টেম, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, ‘গরুড়’ কামান নিয়েও ওঁরা (ব্রাজ়িল সরকার) আগ্রহী।’’ কুমারন ইঙ্গিত দেন, ভারতের নজরে রয়েছে ব্রাজ়িলের বিমান নির্মাতা সংস্থা ‘এমব্রেয়ার’।লক্ষ্য, যৌথ উদ্যোগের মাধ্যমে ব্রাজ়িলের উড়ান ক্ষেত্রের প্রযুক্তিকে কাজে লাগানো।
ব্রাজ়িলের সঙ্গে প্রতিরক্ষা বাণিজ্যের এই সম্ভাবনার মধ্যেই আমেরিকা থেকে ভারতীয় বাহিনী পাচ্ছে ৬টি অ্যাপাচে এএইচ-৬৪ই গার্ডিয়ান অ্যাটাক হেলিকপ্টার। গত ১ জুলাই ভারত-আমেরিকার প্রতিরক্ষা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ১৫ জুলাই তিনটি এমন হেলিকপ্টার চলে আসবে ভারতে। বাকিগুলি আসবে নভেম্বরে। অ্যাপাচে সিরিজ়ের আধুনিকতম এই হেলিকপ্টারটি আমেরিকান সেনা ছাড়াও বিশ্বের আরও কিছু সেনাবাহিনী ব্যবহার করে। ২০২০ সালের ফেব্রুয়ারিতে সই হওয়া এই অ্যাপাচে-চুক্তির অঙ্ক ৪১০০ থেকে ৬৭০০ কোটি টাকা বলে অনুমান করা হচ্ছে। গত বছরের মার্চে অ্যাপাচে গার্ডিয়ান হেলিকপ্টারের জন্য জোধপুরের নাগতালাওতে ৪৫১ এভিয়েশন স্কোয়াড্রন তৈরি করেছে ভারতীয় বায়ুসেনা। কিন্তু হেলিকপ্টার হাতে পাওয়া ক্রমাগত পিছিয়েছে। অবশেষে অপেক্ষার অবসান। অন্তত ১৮টি অ্যাপাচে গার্ডিয়ান কেনার কথা ভাবনায় রয়েছে ভারতের। তবে কেন্দ্র সেই সিদ্ধান্তে এখনওসিলমোহর দেয়নি।