Upcoming Bollywood Movies

‘বর্ডার ২’ থেকে ‘হন্টেড’-এর সিক্যুয়েল! নতুন বছরের প্রথম মাসে বলিউডে আর কোন কোন ছবি মুক্তি পাচ্ছে?

১ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ইক্কিস’। তবে জানুয়ারি মাসেই আরও বেশ কয়েকটি ছবি মুক্তি পাবে। দেখে নেওয়া যাক, বলিউডের কোন কোন ছবি মুক্তি পাবে নতুন বছরের প্রথম মাসে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ০৯:২০
Upcoming Bollywood releases of January 2026

জানুয়ারিতে বলিউডে কোন কোন ছবি মুক্তি পাচ্ছে? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

নতুন বছরে মুক্তি পাচ্ছে একগুচ্ছ ছবি। ডিসেম্বরে দর্শক প্রেক্ষাগৃহে ভিড় করেছিল ‘ধুরন্ধর’ ও ‘অ্যাভটার: ফায়ার অ্যান্ড অ্যাশ’ দেখতে। শেষের দিকে ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’ মুক্তি পেলেও সাড়া ফেলতে পারেনি। ১ জানুয়ারি মুক্তি পেয়েছে ‘ইক্কিস’। তবে জানুয়ারি মাসেই আরও বেশ কয়েকটি ছবি মুক্তি পাবে। দেখে নেওয়া যাক, বলিউডের কোন কোন ছবি আসছে নতুন বছরের প্রথম মাসে।

Advertisement

১) বর্ডার ২: একসময়ে ‘বর্ডার’ (১৯৯৭) বক্সঅফিসে ঝড় তুলেছিল। আজও সেই ছবি নিয়ে আলোচনা হয়। দেশের সীমান্তে সেনাদের লড়াইয়ের চিত্র উঠে এসেছিল সেই ছবিতে। ২৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে ‘বর্ডার ২’। এই ছবি নিয়েও দর্শকের বিপুল আশা। ছবিতে রয়েছেন সানি দেওল, বরুণ ধওয়ান, দিলজিৎ দোসাঞ্জ ও অহান শেট্টী। ২০২৬-এর অন্যতম প্রতীক্ষিত ছবি এটি।

২) হন্টেড ৩ডি:গোস্টস অফ দ্য পাস্ট: ২০১১ সালে মুক্তি পেয়েছিল ভৌতিক ছবি ‘হন্টেড’। ছবিটি নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছিল। সেই ছবিরই সিক্যুয়েল মুক্তি পাচ্ছে ৩০ জানুয়ারি। ছবিতে অভিনয় করেছেন মিমো চক্রবর্তী, চেতনা পাণ্ডে, গৌরব বাজপেয়ী, হেমন্ত পাণ্ডে।

৩) হ্যাপি পটেল: খতরনাক জাসুস: আমির খানের প্রযোজনা সংস্থার ছবি এটি। এই প্রথম পরিচালনা করেছেন কৌতুকশিল্পী বীর দাস। ‘ডার্ক স্পাই কমেডি’ জঁর-এর এই ছবি মুক্তি পাবে ১৬ জানুয়ারি। আমির খানের বিশেষ উপস্থিতি রয়েছে এই ছবিতে। বীর দাস নিজেও অভিনয় করেছেন। তিনি ছাড়াও রয়েছেন মোনা সিংহ।

৪) রাহু কেতু: ‘ফুকরে’ ছবিতে পুলকিত সম্রাট ও বরুণ শর্মার জুটি পছন্দ করেছিলেন দর্শক। ফের একবার এই কমেডি ছবিতে তাঁরা একসঙ্গে। মাফিয়া থেকে শুরু করে ভাগ্যের খেলা, নানা বিষয় উঠে আসবে এই ছবিতে। ছবিটি মুক্তি পাচ্ছে ১৬ জানুয়ারি।

৫) ওয়ান টু চা চা চা: হিন্দি কমেডি ছবির ঝলক সম্প্রতি মুক্তি পেয়েছে। দর্শকের মধ্যে সাড়াও ফেলেছে এই ছবি। এই ছবিটিও মুক্তি পাবে ১৬ জানুয়ারি। ছবিতে অভিনয় করেছেন নায়রা বন্দ্যোপাধ্যায়, অনন্ত ভি যোশী, ললিত প্রভাকর।

৬) মায়াসভা:দ্য হল অফ ইলিউশন: রাহী অনিল বর্ভের পরিচালিত ছবি ‘তুমবাড়’ বিপুল সাড়া ফেলেছিল দর্শকের মধ্যে। এমন ভৌতিক ছবি দেখে শিউরে উঠেছিলেন তাঁরা। সেই পরিচালকেরই দ্বিতীয় ছবি এটি। অভিনয় করেছেন জাভেদ জাফরী। এই থ্রিলার ছবিটিও মুক্তি পাচ্ছে ১৬ জানুয়ারি।

Advertisement
আরও পড়ুন