বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজ়ুর রহমানকে কেনায় বিতর্কে শাহরুখ! গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজ়ুর রহমানকে কিনে বিতর্কে জড়িয়েছেন শাহরুখ খান। এমনকি পেতে হয়েছে ‘দেশদ্রোহী’ তকমা। আইপিএল-এ ‘কলকাতা নাইট রাইডার্স’ (কেকেআর)-এর জন্য বাংলাদেশি ক্রিকেটারকে কিনেছেন তিনি। তার পর থেকে একের পর এক কটাক্ষ ধেয়ে এসেছে শাহরুখের দিকে। এই বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও চলছে চাপানউতর।
প্রথমে শাহরুখের নাম না করে এক আধ্যাত্মিক গুরু দেবকীনন্দন আক্রমণ করেন। তার পরে উত্তরপ্রদেশের বিজেপি নেতা সঙ্গীত সোম অভিনেতাকে সরাসরি ‘গদ্দার’ বলে কটাক্ষ করেন। এ বার বিজেপিকে পাল্টা দিলেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনেত। বিসিসিআই এবং আইসিসি-র দিকে তাঁর প্রশ্ন, খেলোয়াড়দের ‘পুল’-এ কে এই বাংলাদেশি খেলোয়াড়দের এনেছেন? বাংলাদেশি খেলোয়াড়দের কেনার সুযোগ করে দিয়েছেন কারা?
সুপ্রিয়ার বক্তব্য, “স্বরাষ্ট্রমন্ত্রীর পুত্র জয় শাহের এই উত্তরটা দেওয়া উচিত। ক্রিকেটারদের কেনাবেচার জায়গায় বাংলাদেশি খেলোয়াড়দের রাখা হল কেন? উনিই তো আইসিসি প্রধান এবং ওঁর হাতেই ক্রিকেট সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত থাকে।”
শাহরুখকে ‘দেশদ্রোহী’ বলা নিয়ে মন্তব্য করেছেন কংগ্রেস নেতা মণিকম টেগোর। শাহরুখকে ‘দেশদ্রোহী’ বলা মানে ভারতের বহুত্ববাদকে আক্রমণ করা বলে মনে করেন তিনি। তাঁর কথায়, “ঘৃণার দ্বারা জাতীয়তাবাদকে ব্যাখ্যা করা যায় না। আরএসএস-এর এ বার সমাজকে বিষাক্ত করে তোলা বন্ধ করতে হবে।”
অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশন-এর সভাপতি মৌলানা সাজিদ রশিদও বলিউড তারকার সমর্থনে মুখ খুলেছেন। তিনি আধ্যাত্মিক গুরু দেবকীনন্দনের বিরুদ্ধে বলেছেন, “শাহরুখ খান একজন খেলোয়াড়কে কিনেছেন। ছবি ও খেলার জগতে কোনও সীমানা থাকে না। শাহরুখ ও সলমন খান সবচেয়ে বেশি সমাজসেবা করে থাকেন। তাই দেবকীনন্দন ঠাকুরের বিরুদ্ধে এই মুহূর্তে পদক্ষেপ করা উচিত।” এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি শাহরুখ নিজে।