Love Horoscope

কারও জীবনে প্রেম থাকলেও, বেশ কিছু রাশির সম্পর্কক্ষেত্রে ঝামেলার আশঙ্কা! আপনি কোন দলে আছেন?

সম্পর্কে ঝামেলা-ঝঞ্ঝাট লেগেই থাকে। কিন্তু অশান্তি যখন মাত্রাছাড়া হয়ে যায় তখনই ঘটে বিপদ। এর নেপথ্যে অনেক সময় কলকাঠি নাড়ে নানা গ্রহের অবস্থান।

Advertisement
সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১৮:০৫
love horoscope

—প্রতীকী ছবি।

দাম্পত্যজীবনে ওঠাপড়া স্বাভাবিক ঘটনা। অনেক উত্থান-পতন ও মিষ্টি-তিক্ত মুহূর্তের মুখোমুখি হতে হয় স্বামী-স্ত্রীকে। প্রেমের ক্ষেত্রেও যে সর্বদা সম্পর্ক মধুর গতিতে চলে তা নয়। ঝামেলা-ঝঞ্ঝাট লেগেই থাকে। কিন্তু অশান্তি যখন মাত্রাছাড়া হয়ে যায় তখনই ঘটে বিপদ। এর নেপথ্যে অনেক সময় কলকাঠি নাড়ে নানা গ্রহের অবস্থান। জানুয়ারি মাসে সম্পর্কক্ষেত্রে কোন রাশি কেমন ফল পেতে পারে দেখে নিন।

Advertisement

মেষ রাশি: জানুয়ারিতে মেষ জাতক-জাতিকাদের দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টিসম্পর্ক থাকার কারণে ভাল ফল পাবেন। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।

বৃষ রাশি: মাসের প্রথম ভাগে বৃষ রাশির জাতক-জাতিকারা দাম্পত্যসুখের ক্ষেত্রে মিশ্র ফল পেলেও পরবর্তী ভাগ শুভ থাকবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।

মিথুন রাশি: মিথুন রাশির জাতক-জাতিকারা দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে মিশ্র ফল পেলেও, পরবর্তী ভাগে, অর্থাৎ রবি এবং মঙ্গলের রাশি পরিবর্তনের পরে দাম্পত্যসুখে শুভ পরিবর্তন আসবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে খুবই শুভ ফল প্রাপ্তি হবে।

কর্কট রাশি: মাসের প্রথম ভাগে বিবাহিত জীবনে কর্কটা জাতক-জাতিকারা শুভ ফল পেলেও পরবর্তী ভাগে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম ভাগ দ্বিতীয় ভাগের তুলনায় শুভ।

সিংহ রাশি: জানুয়ারিতে সিংহের দাম্পত্যসুখের ক্ষেত্রে অবস্থান রাহুর। দাম্পত্য সম্পর্কে বিভিন্ন সমস্যা, কথা কাটাকাটি দেখা যেতে পারে। সুখী বৈবাহিক জীবন কাটানোর সম্ভাবনা কম। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম ভাগের তুলনায় দ্বিতীয় ভাগ অধিক শুভ।

কন্যা রাশি: কন্যা রাশির দাম্পত্যসুখের ক্ষেত্রে অবস্থান শনির। দাম্পত্যসুখের ক্ষেত্রে আশানুরূপ শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম। প্রেম-প্রীতির ক্ষেত্রে মাসের প্রথম ভাগ দ্বিতীয় ভাগের তুলনায় শুভ।

তুলা রাশি: তুলা জাতক-জাতিকারা দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে মিশ্র ফল পেলেও, পরবর্তী ভাগে মঙ্গলের রাশি পরিবর্তনের পরে সুফল প্রাপ্তি হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে খুব শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।

বৃশ্চিক রাশি: জানুয়ারিতে দাম্পত্যসুখের ক্ষেত্র অধিপতির শত্রু গ্রহের সঙ্গে অবস্থান রয়েছে। দাম্পত্যসুখের ক্ষেত্রে মিশ্র ফল প্রাপ্তি হবে। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা কম।

ধনু রাশি: জানুয়ারিতে দাম্পত্যসুখের ক্ষেত্রে অবস্থান বৃহস্পতির। ধনু রাশির জাতক-জাতিকারা দাম্পত্যসুখে খুবই সুখী হবেন। প্রেম-প্রীতির ক্ষেত্রও শুভ দেখা যাচ্ছে।

মকর রাশি: মকর জাতক-জাতিকারা দাম্পত্যসুখের ক্ষেত্রে মাসের প্রথম ভাগে শুভ ফল পেলেও, পরবর্তী ভাগে, অর্থাৎ রবির রাশি পরিবর্তনের পরে অশান্তি, ঝগড়া দাম্পত্যসুখ হানির কারণ হতে পারে। প্রেম-প্রীতির ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি হবে।

কুম্ভ রাশি: কুম্ভর দাম্পত্যসুখের ক্ষেত্রে কেতুর অবস্থান থাকায় দাম্পত্যসুখ প্রাপ্তি থেকে বঞ্চিত হতে হবে। প্রেম-প্রীতির ক্ষেত্র খুবই শুভ বলে মনে করা হচ্ছে।

মীন রাশি: দাম্পত্যসুখের ক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টিসম্পর্ক মীন রাশির জাতক-জাতিকাদের দাম্পত্যসুখ থেকে বঞ্চিত করবে। প্রেম-প্রীতির ক্ষেত্র শুভ।

Advertisement
আরও পড়ুন