—প্রতীকী ছবি।
জানুয়ারি মাসের গ্রহের অবস্থান অনুযায়ী মাসের প্রথম দিন বৃষ রাশিতে অবস্থান করবে চন্দ্র। মিথুন রাশিতে অবস্থান করবে বৃহস্পতি। সিংহ রাশিতে অবস্থান করবে কেতু। ধনু রাশিতে একত্রে অবস্থান করবে মঙ্গল, বুধ, রবি এবং শুক্র। শুক্র ১৩ জানুয়ারি, রবি ১৪ জানুয়ারি, মঙ্গল ১৬ জানুয়ারি এবং বুধ ১৮ জানুয়ারি রাশি পরিবর্তন করে মকর রাশিতে গমন করবে। কুম্ভ রাশিতে অবস্থান করবে রাহু এবং মীন রাশিতে শনি অবস্থান করবে। গ্রহের অবস্থানের ভিত্তিতে প্রতিটি রাশির জীবনেই নানা ক্ষেত্রে পরিবর্তন দেখা যাবে। কর্মক্ষেত্রেও পরিবর্তন লক্ষ করা যাবে। জানুয়ারিতে পেশার ক্ষেত্রে কে কেমন ফল পাবেন দেখে নিন।
মেষ রাশি: মাসের প্রথম ভাগে মেষ রাশির ব্যক্তিরা কর্মক্ষেত্রে শুভ ফল পেলেও, পরবর্তী ভাগে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম।
বৃষ রাশি: জানুয়ারিতে বৃষ জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রে অবস্থান রাহুর। কর্মক্ষেত্রে আশানুরূপ সুফল এবং সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম।
মিথুন রাশি: মিথুনের কর্মক্ষেত্রে অবস্থান শনির। কর্মক্ষেত্রে আশানুরূপ সুফল এবং সফলতা প্রাপ্তির জন্য এই রাশির জাতক-জাতিকাদের প্রচুর পরিশ্রম করতে হবে।
কর্কট রাশি: মাসের প্রথম ভাগে কর্কট জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে মিশ্র ফল পেলেও, পরবর্তী ভাগে মঙ্গলের রাশি পরিবর্তনের পরে সুফল প্রাপ্তি হবে।
সিংহ রাশি: সিংহ জাতক-জাতিকাদের কর্মক্ষেত্র অধিপতির শুত্রু গ্রহের সঙ্গে অবস্থানের কারণে কর্মক্ষেত্রে মিশ্র ফলপ্রাপ্তি হবে।
কন্যা রাশি: নতুন বছরে কন্যা রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রে অবস্থান বৃহস্পতির অবস্থান থাকার ফলে কর্মক্ষেত্রে সুফল এবং সফলতা লাভ করবেন।
তুলা রাশি: তুলা রাশি জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগে শুভ ফল পেলেও, পরবর্তী ভাগে, অর্থাৎ রবির রাশি পরিবর্তনের পরে আশানুরূপ সুফল প্রাপ্তির সম্ভাবনা কম।
বৃশ্চিক রাশি: জানুয়ারিতে বৃশ্চিক ব্যক্তিদের কর্মক্ষেত্রে কেতুর অবস্থান রয়েছে। কর্মক্ষেত্রে সুফল এবং সফলতা প্রাপ্তিতে বাধার সম্মুখীন হতে হবে।
ধনু রাশি: ধনু রাশির জাতক-জাতিকাদের কর্মক্ষেত্রের সঙ্গে শনির দৃষ্টি সম্পর্ক থাকায় সমস্ত কাজে স্বাভাবিকের তুলনায় বেশি পরিশ্রম করতে হবে, তবেই কর্মে সফলতা আসবে।
মকর রাশি: কর্মক্ষেত্রের সঙ্গে বৃহস্পতির দৃষ্টি সম্পর্ক থাকায় মকর রাশির ব্যক্তিরা কর্মে সফলতা লাভ করবেন।
কুম্ভ রাশি: জানুয়ারিতে কুম্ভ রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগে মিশ্র ফল পেলেও, পরবর্তী ভাগ শুভ কাটবে।
মীন রাশি: কর্মক্ষেত্রে মাসের প্রথম ভাগে মিশ্র ফল পেলেও, পরবর্তী ভাগে, অর্থাৎ রবি এবং মঙ্গলের রাশি পরিবর্তনের পরে মীন ব্যক্তিরা কর্মক্ষেত্রে সুফল এবং সফলতা পাবেন।